গাড়ির ধাক্কায় মৃত্যু হল দু’জনের। আহত ৩। রবিবার, টিটাগড়ে। মৃতদের নাম নন্দু পাসি ও কমলি পাসি। পুলিশ জানায়, রাতে রাস্তার ধারে শুয়েছিলেন তাঁরা। তখনই গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় নন্দুর।
Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ মে ২০১৬ ০২:০১
Share:
গাড়ির ধাক্কায় মৃত্যু হল দু’জনের। আহত ৩। রবিবার, টিটাগড়ে। মৃতদের নাম নন্দু পাসি ও কমলি পাসি। পুলিশ জানায়, রাতে রাস্তার ধারে শুয়েছিলেন তাঁরা। তখনই গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় নন্দুর। আরজিকরে কমলিকে মৃত ঘোষণা করা হয়। আটক করা হয়েছে চালককে।