দু’টি পৃথক দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির। পুলিশ জানায়, শনিবার সকালে বেহালার পর্ণশ্রীতে লেকে স্নান করতে নেমে তলিয়ে যান বছর পঁচিশের এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অন্য দিকে, শুক্রবার রবীন্দ্র সরোবরে তলিয়ে যান বছর কুড়ির এক যুবক। পুলিশ জানিয়েছে, ওই যুবককে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।