Calcutta News

রাস্তায় বিদ্যুতের খোলা তার, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাজরায় মৃত শিশু

মৃত শিশুর পরিবারের অভিযোগ, ফুটপাত দখল করে ওই এলাকায় বহু দোকানিই ফ্রিজ-সহ বিভিন্ন সামগ্রী রাখেন। তাতে হাঁটাচলা করতে রীতিমতো অসুবিধায় পড়েন মানুষজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ২৩:০০
Share:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত বছর দুয়েকের বর্ধন শর্মা। —নিজস্ব চিত্র।

ফুটপাথের উপর রাখা ছিল দোকানের ফ্রিজ। সেই ফ্রিজের খোলা তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল বছর দুয়েকের এক শিশু। সোমবার হাজরা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম বর্ধন শর্মা।

Advertisement

রাস্তার উপরে দোকানে ফ্রিজ রাখা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই ওই দোকান বন্ধ করে দিয়েছেন এলাকাবাসীরা। যদিও ই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোন অভিযোগ দায়ের হয়নি।

মৃত শিশুর পরিবারের অভিযোগ, ফুটপাত দখল করে ওই এলাকায় বহু দোকানিই ফ্রিজ-সহ বিভিন্ন সামগ্রী রাখেন। তাতে হাঁটাচলা করতে রীতিমতো অসুবিধায় পড়েন মানুষজন।

Advertisement

আরও পড়ুন: মুকুন্দপুরে নিখোঁজ ছাত্র, রহস্য বাড়িয়েছে একটি মোবাইল

আরও পড়ুন: নিউটাউনে মেট্রো প্রকল্পে ডাকাতি, জালে বাংলাদেশি দল

পুলিশ রিপোর্টে মিলেছে ঘটনার বিররণী। —নিজস্ব চিত্র।

এ দিন বাড়ি থেকে বেরিয়ে ওই ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছিল বর্ধন। সে সময় ফ্রিজের একটি তার বিপজ্জনক ভাবে ফুটপাথের ধারে ঝুলছিল। সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্ধনকে বাঁচানো যায়নি।

এ দিনের ওই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শেষমেশ কালীঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক।

এ ঘটনায় এখনও কোনও গ্রেফতারি করা হয়নি। তবে ওই দোকানিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন