শহরের দু’প্রান্তে গাঁজা ও আফিম-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে বুধবার সকালে জোড়াসাঁকো থেকে দিলীপকুমার দত্ত নামে এক ব্যক্তিকে ধরা হয়। তাঁর কাছে মিলেছে ২২ কেজি গাঁজা। দুপুরে বন্দর এলাকার নাদিয়ালে ২০০ গ্রাম আফিম-সহ পুলিশের জালে ধরা পড়ে আখতার আলি নামে এক যুবক। অন্য দিকে, মঙ্গলবার রাতে চিৎপুর থেকে বেআইনি অস্ত্র-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম মানর শুক্ল। উদ্ধার হয়েছে একটি একনলা বন্দুক।