Firecrackers

বাজি-সহ লরি বাজিয়াপ্ত বিধাননগর পুলিশের, গ্রেফতার তিন

লরি তল্লাশি করে ৪৫ বাক্স আলু বোম, ৬৫ বাক্স চকোলেট বোমার মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত বাজির আনুমানিক ওজন প্রায় ৪ টন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ ০২:৩৯
Share:

বাজেয়াপ্ত বাজির আনুমানিক ওজন প্রায় ৪ টন। —নিজস্ব চিত্র।

সামনেই কালীপুজো। তার আগেই ভিআইপি রোডে একটি বাজি বোঝাই লরি আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার দুপুরে বিধাননগর পুলিশ সেখানে পৌঁছয়। এর পর লরির চালক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তিন জনের নাম ইব্রাহিম খলিল ওরফে বাবলু, দিলদার হোসেন এবং নুরান মোল্লা। ইব্রাহিম এবং বাবলু অসমের বাসিন্দা। অন্য দিকে, নুরানের বাড়ি বারুইপুরের চম্পাহাটিতে। লরি তল্লাশি করে ৪৫ বাক্স আলু বোম, ৬৫ বাক্স চকোলেট বোমার মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত বাজির আনুমানিক ওজন প্রায় ৪ টন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement