জুয়ার ঠেক থেকে ধৃত ৩২

একটি অভিজাত হোটেলে হানা দিয়ে জুয়ার আসর থেকে ৩২ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে, শেক্সপিয়র সরণি থানার ক্যামাক স্ট্রিট থেকে। উদ্ধার হয়েছে নগদ প্রায় সাত লক্ষ টাকা ও ৫৫ লক্ষ টাকা মূল্যের টোকেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৬ ০০:৩৫
Share:

একটি অভিজাত হোটেলে হানা দিয়ে জুয়ার আসর থেকে ৩২ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে, শেক্সপিয়র সরণি থানার ক্যামাক স্ট্রিট থেকে। উদ্ধার হয়েছে নগদ প্রায় সাত লক্ষ টাকা ও ৫৫ লক্ষ টাকা মূল্যের টোকেন।

Advertisement

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে এ দিন শেক্সপিয়র সরণি থানার পুলিশ ও গোয়েন্দা অফিসারেরা যৌথ ভাবে ওই হোটেলে হানা দেন। তখন ওই হোটেলে চলছিল জুয়ার আসর। তাস খেলার আড়ালে জুয়ার আসর বসত বলে জানিয়েছে পুলিশ। এক পুলিশ কর্তা জানান, টাকা ও টোকেনের পাশাপাশি জুয়ার টাকা লেনদেনের কিছু নথিও পাওয়া গিয়েছে। ধৃতদের শুক্রবার নগর দায়রা আদালতে তোলা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement