বোমা বানাতে গিয়ে ধৃত ৫

প্রত্যন্ত গ্রামে নয়, খাস কলকাতায় বোমা বাঁধতে গিয়ে ধরা পড়ে গেল পাঁচ যুবক। ভোটের মুখে কলকাতাতেও যে নিয়মিত বোমা বানানো শুরু হয়ে গিয়েছে, রবিবার তারই প্রমাণ মিলল পিকনিক গার্ডেন রোডে। স্থানীয়েরাই ওই পাঁচ যুবককে ধরে পুলিশে দেন। ধৃতদের নাম অর্পণ সেন, জয় দে, তপন নাথ, শেখ মজি ও মহম্মদ সামির। তারা সকলেই তিলজলার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০০:৪৭
Share:

প্রত্যন্ত গ্রামে নয়, খাস কলকাতায় বোমা বাঁধতে গিয়ে ধরা পড়ে গেল পাঁচ যুবক। ভোটের মুখে কলকাতাতেও যে নিয়মিত বোমা বানানো শুরু হয়ে গিয়েছে, রবিবার তারই প্রমাণ মিলল পিকনিক গার্ডেন রোডে। স্থানীয়েরাই ওই পাঁচ যুবককে ধরে পুলিশে দেন। ধৃতদের নাম অর্পণ সেন, জয় দে, তপন নাথ, শেখ মজি ও মহম্মদ সামির। তারা সকলেই তিলজলার বাসিন্দা।

Advertisement

পুলিশ জানিয়েছে, কিছু দিন ধরে অর্পণ সেনের বাড়ির ছাদে মালপত্র জমা করতে দেখে এবং কয়েক জন যুবকের জটলায় সন্দেহ হচ্ছিল স্থানীয়দের। এ দিন দুপুরে অর্পণের ছাদে কয়েক জন যুবককে বোমা বানাতে দেখে ফেলেন প্রতিবেশীরা। তাঁরাই একজোট হয়ে অর্পণের বাড়িতে ঢুকে ধরে ফেলেন যুবকদের। পুলিশ জানিয়েছে, উদ্ধার হয়েছে বোমা বাঁধার সুতলি, বারুদ এবং পাথরকুচি। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

অন্য দিকে, শনিবার বন্দর এলাকার নাদিয়াল থেকে গ্রেফতার করা হয় ইমরান হোসেন ওরফে ইম্মু নামে এক যুবককে। মিলেছে একটি বন্দুক ও দু’রাউন্ড গুলি। পুলিশ জানায়, শনিবার একটি মদের দোকানে গিয়ে মদ কিনে টাকা দিতে অস্বীকার করেন ইমরান। অভিযোগ, টাকা চাইলে উল্টে হুমকি দেন তিনি। প্রতিবাদ করায় এক রাউন্ড গুলিও চালান। পরে স্থানীয়েরা তাঁকে ধরে পুলিশে দেন। পুলিশ জানিয়েছে, ইমরানের বিরুদ্ধে আগেও চুরি ও ছিনতাইয়ের অভিযোগ হয়েছিল।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন