Road Accident

ভোরে দুই গাড়িতে মুখোমুখি ধাক্কা, জখম ৭

স্থানীয় সূত্রের খবর, পাগলাডাঙার দিক থেকে বেলেঘাটার দিকে যাচ্ছিল পণ্যবাহী পিক-আপ ভ্যানটি। আচমকা উল্টো দিক থেকে চলে আসে অ্যাপ-ক্যাবটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ০৮:৩৭
Share:

আহতদের কারও আঘাত গুরুতর নয়। প্রতীকী ছবি।

সম্প্রতি ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন আট জন। সেই ঘটনার পরে গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তার পরেও যে বেপরোয়া গাড়ির গতিতে রাশ টানা যায়নি, সোমবার ভোরে প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙায় একটি দুর্ঘটনায় ফের সেই প্রমাণ মিলল। পুলিশ জানিয়েছে, এ দিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ পাগলাডাঙার ক্যানাল সাউথ রোডে একটি পণ্য বোঝাই পিক-আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা একটি অ্যাপ-ক্যাবের। এই ঘটনায় মোট ছ’জন আহত হন। তাঁদের মধ্যে তিন জন ছিলেন পিক-আপ ভ্যানটিতে। বাকি তিন জন পথচারী। তবে আহতদের কারও আঘাত গুরুতর নয়। এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকলকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, পাগলাডাঙার দিক থেকে বেলেঘাটার দিকে যাচ্ছিল পণ্যবাহী পিক-আপ ভ্যানটি। আচমকা উল্টো দিক থেকে চলে আসে অ্যাপ-ক্যাবটি। ধাক্কার চোটে পিক-আপ ভ্যানের সামনের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। অ্যাপ-ক্যাবটির সামনের অংশও অনেকটা ভেঙেচুরে গিয়েছে। ঘটনার সময়ে রাস্তায় কয়েক জন পথচারী ছিলেন। তাঁদের মধ্যে তিন জনের আঘাত লাগে।

এলাকাবাসীর একাংশের অভিযোগ, ভোরে ওই রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করেন। কিন্তু গাড়িগুলি চলাচল করে তীব্র গতিতে। ক্যানাল সাউথ রোডের সঙ্গে সংযোগকারী এই রাস্তায় উঠে অনেকেই গাড়ির গতি বাড়িয়ে দেন। ঘটনাস্থলের কাছে চারমাথার মোড়ে তাই ট্র্যাফিক পুলিশের নজরদারি বাড়ানো কিংবা স্পিড ব্রেকার বসানোর দাবি জানিয়েছেন স্থানীয়েরা।

Advertisement

উল্লেখ্য, দিন চারেক আগে চিংড়িঘাটা মোড়ের ওই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রবিবার ভোরে ওই এলাকার লোহাপুলের কাছে একটি গাড়ি মেট্রো রেলের স্তম্ভে ধাক্কা মারে। তাতে জখম হন গাড়িতে থাকা চার আরোহী। এ ছাড়া সম্প্রতি এক রাতে শহরের তিন জায়গায় দুর্ঘটনা ঘটেছে। পর পর দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে যান নিয়ন্ত্রণ নিয়েই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement