পুলিশের চোখের সামনেই দুষ্কৃতীরা শূন্যে গুলি ছুড়ে মোটরবাইক নিয়ে চম্পট দিয়েছিল। কিন্তু কিছুই করতে পারেনি টহলদার পুলিশ। সামনে ‘বাধা’ হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল মাল বোঝাই লরি। পুলিশ নেমে ধরতে গেলেও সেই সুযোগে বাইক নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীর দল। ঘটনার ১৫ দিন পরে রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে মঙ্গলবার ঘুসুড়ি, বেলুড়, মালিপাঁচঘরা ও গোলাবাড়ির নানা এলাকা থেকে ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করল মালিপাঁচঘরা থানার পুলিশ। বুধবার হাওড়া মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে তাদের ছ’দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়।
হাওড়া সিটি পুলিশের ডিসি (ডিডি) সুমিত কুমার বলেন, ‘‘ধৃতদের জেরা করে তাণ্ডবে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও বাইকগুলির খোঁজ চলছে। সেগুলিও উদ্ধার করা হবে।’’