৭০ কেজির বিশালাকার কচ্ছপ উদ্ধার

গঙ্গায় জাল ফেলেছিলেন জেলেরা। কিছুক্ষণ পরে টেনে তুলতে গিয়ে বোঝা যায় ভারী কিছু উঠেছে। শনিবার সকালে বরাহনগরের কুঠি ঘাটে ওই জাল টেনে ডাঙায় তুলতেই দেখা মিলল বিশালকায় এই কচ্ছপের।

Advertisement
শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০০:৫৩
Share:

নিজস্ব চিত্র

গঙ্গায় জাল ফেলেছিলেন জেলেরা। কিছুক্ষণ পরে টেনে তুলতে গিয়ে বোঝা যায় ভারী কিছু উঠেছে। শনিবার সকালে বরাহনগরের কুঠি ঘাটে ওই জাল টেনে ডাঙায় তুলতেই দেখা মিলল বিশালকায় এই কচ্ছপের। বরাহনগর থানায় খবর দিলে বন দফতরের ব্যারাকপুর রেঞ্জের কর্মীরা এসে সেটিকে নিয়ে যান। বনকর্মীরা জানান, বিরল প্রজাতির এই কচ্ছপটি নোনা জলের বাসিন্দা। কোনও ভাবে গঙ্গায় চলে এসেছিল। প্রায় ৭০ কেজির কচ্ছপটি এখন রয়েছে সল্টলেকের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement