Kolkata Fire

কলকাতার দক্ষিণাপণে শাড়ির দোকানে আগুন! ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন

আগুন নেভাতে ঘটনাস্থলে এসেছে দমকলের দু’টি ইঞ্জিন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ১৩:৪২
Share:

কলকাতার দক্ষিণাপনে শাড়ির দোকানে আগুন! প্রতীকী ছবি।

আবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার সকালে দক্ষিণ কলকাতার দক্ষিণাপণের এক তলায় একটি শাড়ির দোকানে হঠাৎই আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে এসেছে দমকলের দু’টি ইঞ্জিন। কী কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে।

Advertisement

সোমবার সকালে প্রবল ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা। স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। সোমবার দুপুর ২টো নাগাদ অবশ্য দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement