Fire in Kolkata

ক্লাস চলাকালীন সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে স্কুলে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দমকল সূত্রে জানা গিয়েছে, স্কুলটির উপরতলায় আগুন লাগে। ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রাই দুপুর ১২টা ১৪ মিনিটে দমকলে খবর দেন। ঘটনাস্থলে যায় তিনটি ইঞ্জিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ১৩:০৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ফের শহরে অগ্নিকাণ্ড। শুক্রবার বেলায় রাজা সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে তালতলা এলাকায় একটি স্কুলে আগুন লাগে। সেই সময় লি মেমোরিয়াল নামের প্রাথমিক স্কুলটিতে ক্লাস চলছিল। ফলে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে।

Advertisement

দমকল সূত্রে জানা গিয়েছে, স্কুলটির উপরতলায় আগুন লাগে। ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রাই দুপুর ১২টা ১৪ মিনিটে দমকলে খবর দেন। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা না গেলেও প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট কিংবা এমনই কোনও বৈদ্যুতিন কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বড় কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

স্কুল সূত্রে খবর, উপরের তলায় রয়েছে শিক্ষকদের হস্টেল। ফলে সেখানেও আগুন ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা তৈরি হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আগুনে হস্টেল এবং স্কুলের দু’টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বইপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে দমকলের তরফে জানানো হয়েছে, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কী কারণে আগুন, তা খতিয়ে দেখা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন