রক্তাক্ত যুবককে ফেলেই পালালেন বন্ধুরা

বর্ষশেষের রাতে হেস্টিংসের পাশাপাশি পথ-দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বড়তলা এবং হাওড়ায়। এর মধ্যে সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে বড়তলার ঘটনায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২০ ০২:৫৮
Share:

মর্মান্তিক: এই লরির ধাক্কায় মৃত্যু হয় ডোনাল্ডের। নিজস্ব চিত্র

ময়না-তদন্ত হচ্ছে ছেলের মরদেহের। বছরের প্রথম দিন, বুধবার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে বসা মা বলে চলেছেন, ‘‘বন্ধু কাকে বলে? বন্ধু হলে কেউ কাউকে ওই অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যেতে পারে? ছেলেটা মরে গেল, আর বন্ধুরা ওকে ফেলে এলাকা ছেড়ে পালাল? পুলিশ ওদের গ্রেফতার করুক।’’

Advertisement

বর্ষশেষের রাতে হেস্টিংসের পাশাপাশি পথ-দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বড়তলা এবং হাওড়ায়। এর মধ্যে সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে বড়তলার ঘটনায়। পুলিশ জানায়, ওই থানা এলাকার যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটার থেকে পড়ে যান ডোনাল্ড সেবাস্টিয়ন (২৮) নামে এক যুবক। স্কুটারের পিছনে থাকা একটি লরি সেই সময়ে ডোনাল্ডকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন তিনি। ওই অবস্থাতেই তাঁকে ফেলে রেখে চলে যান তাঁর সঙ্গীরা। খবর পেয়ে পুলিশ ডোনাল্ডকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। বুধবার ভোরে লরিটিকে আটক করা গেলেও তার চালককে এখনও ধরা যায়নি। এক পুলিশকর্মী বলেন, ‘‘সবচেয়ে বেশি অবাক লাগছে এই ভেবে যে, কোনও বন্ধু কেন দাঁড়ালেন না? ঘটনার পরে এতটা সময় কেটে গেল, কেউ থানাতেও এলেন না!’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিদেবপুরের পালপাড়ায় বাড়ি ডোনাল্ডের। বাবা-মা, স্ত্রী ছাড়াও রয়েছে তাঁর দুই ছেলে-মেয়ে। দু’জনেই ছোট। সল্টলেকের একটি কল সেন্টারে চাকরি করা ডোনাল্ড গত সোমবার কাজে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাঁর মা রোজি বলেন, ‘‘ছেলে বলেছিল, সোমবার রাতে এক বন্ধুর বাড়িতে থাকবে। ৩১ ডিসেম্বর রাতে বন্ধুদের সঙ্গে ঘুরে বুধবার সকালে বাড়ি ফেরার কথা ছিল। কোথায় কী? এ দিন সকালে পুলিশ ফোন করে দুঃসংবাদ দেয়।’’

Advertisement

তদন্তে নেমে ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে বড়তলা থানা। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জেনেছেন, ৩১ ডিসেম্বর রাতে দু’টি স্কুটারে তিন জন মিলে বেরিয়েছিলেন ডোনাল্ডরা। শহরের অলিগলি ঘুরে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময়ে স্কুটারের পিছনে বসা ডোনাল্ড হঠাৎ রাস্তায় পড়ে যান। পিছন থেকে আসা একটি লরি তখনই তাঁকে ধাক্কা মারে। রাতেই স্থানীয় লোকজন থানায় ফোন করে দুর্ঘটনার খবর জানান। তবে ডোনাল্ডের সঙ্গীরা কেউ ঘটনাস্থলে ছিলেন না। ওই যুবক যে কল সেন্টারে চাকরি করতেন পুলিশের তরফে সেখানে যোগাযোগ করা হয়েছে। ডোনাল্ড সেখানকার কোনও সহকর্মীর সঙ্গে বেরিয়েছিলেন কি না, জানার চেষ্টা হচ্ছে। সিসি ক্যামেরা থেকে পাওয়া স্কুটারের নম্বর ধরেও খোঁজ চলানো হচ্ছে।

অন্য দিকে, বর্ষশেষের রাতে পিকনিকে খাবার কম পড়ায় তার ব্যবস্থা করতে বেরিয়ে হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে বিশ্বনাথ ঘোষ (৩৪) নামে এক যুবকের। এলাকাটি চ্যাটার্জিহাট থানার অন্তর্গত। পুলিশ জানায়, মৃতের বাড়ি ওলাবিবিতলা লেনে। তিনি ছাড়াও স্কুটারে আর এক জন ছিলেন। কারও মাথাতেই হেলমেট ছিল না। লরির ধাক্কায় দু’জনেই রাস্তায় পড়ে যান। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিশ্বনাথকে মৃত বলে জানান চিকিৎসকেরা। তবে অন্য জনের আঘাত গুরুতর নয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ লরিটি আটক করেছে। গ্রেফতার করা হয়েছে চালককে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন