নগ্ন ছবি পোস্টের হুমকি দিয়ে ফেসবুক বন্ধুকে ধর্ষণ পার্ক সার্কাসে

ফেসবুকের মাধ্যমে তৈরি বন্ধুত্ব গড়িয়েছিল নগ্ন ছবির আদান-প্রদান পর্যন্ত। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

ফেসবুকের মাধ্যমে তৈরি বন্ধুত্ব গড়িয়েছিল নগ্ন ছবির আদান-প্রদান পর্যন্ত।

Advertisement

অভিযোগ, সেই সুযোগে পুরুষ বন্ধুটি তার বান্ধবীকে প্রথমে ব্ল্যাকমেল এবং পরে একাধিক বার ধর্ষণ করে। শনিবার গুজরাতের বডোদরা থেকে সোনু রাই (২৩) নামে ওই যুবককে গ্রেফতার করেছে উল্টোডাঙা থানা।

তদন্তকারীরা জানান, ওই যুবক নদিয়ার বাসিন্দা হলেও গুজরাতে চাকরি করত। ফেব্রুয়ারি মাসে তাঁর সঙ্গে ফেসবুকে ওই তরুণীর পরিচয় হয়। বন্ধুত্ব একটু পুরনো হতেই তরুণী নিজের কিছু নগ্ন ছবি সোনুকে শেয়ার করেন। তরুণী নিজেও বিবাহিত বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

অভিযোগ, অক্টোবরে সোনু তরুণীর সঙ্গে দেখা করতে কলকাতায় আসে। পার্ক সার্কাসের একটি হোটেলে উঠে সোনু ওই তরুণীকে ডেকে পাঠায়। তরুণীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে হোটেলেই ধর্ষণ করে। এমনকি ওই যুবক তরুণীর থেকে ১০ হাজার টাকাও নেয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, সোনুকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে মঙ্গলবার শিয়ালদহ আদালতে তোলা হলে ১৪ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানিয়েছেন, তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। ধৃতের থেকে বাজেয়াপ্ত হয়েছে দু’টি মোবাইল এবং একটি ল্যাপটপ।

সূত্রের খবর, তরুণী তাঁর অভিযোগে জানান যে সোনু কলকাতায় এসে তাঁকে একাধিক বার ধর্ষণ করেছে। শেষে তরুণী সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা জানাতে তাঁর নগ্ন কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোনু। এমনকি সোনু তাকে জানিয়ে দেয়, সম্পর্ক থেকে বেরোতে চাইল ওই রকমই হবে।এমনই এক পরিস্থিতিতে তরুণী উল্টোডাঙা থানায় গিয়ে সোনুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement