American Center

আমেরিকান সেন্টারের সামনে সন্দেহজনক ব‍্যক্তি! আটক করে পুলিশি জিজ্ঞাসাবাদ

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আমেরিকান সেন্টারের সামনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ছবিও তুলছিলেন তিনি। তাঁর গতিবিধির উপর সন্দেহ হতেই, পুলিশে খবর দেন নিরাপত্তাকর্মীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ০১:০১
Share:

আমেরিকান সেন্টার। ছবি: সংগৃহীত।

আমেরিকান সেন্টারের সামনে ছবি তুলছিলেন এক ব্যক্তি। সন্দেহ হতেই সেখানকার নিরাপত্তাকর্মীরা তাঁর উপর নজর রাখেন। খবর দেওয়া হয় শেক্সপিয়র সরণি থানায়। সোমবার সকালেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। কোন উদ্দেশ্যে তিনি ছবি তুলছিলেন বা ওখানে ঘুরছিলেন, তা জানার চেষ্টা চালাচ্ছে তারা। খতিয়ে দেখা হচ্ছে তাঁর নথিও।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে আমেরিকান সেন্টারের সামনে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ছবিও তুলছিলেন তিনি। তাঁর গতিবিধির উপর সন্দেহ হতেই, পুলিশে খবর দেন নিরাপত্তাকর্মীরা। ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কোন কারণে ওই ব্যক্তি আমেরিকান সেন্টারের সামনে ছবি তুলছিলেন, তা জানার চেষ্টা করছে তারা। তাঁর সব নথি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, ওই ব্যক্তিকে কেউ আমেরিকান সেন্টারে পাঠিয়েছে, বা কেউ তাঁর সঙ্গে জড়িত আছে কি না, পুরোটাই তদন্ত করে দেখছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement