চাঙড় ভেঙে মৃত

নির্মীয়মাণ বাড়ির চাঙড় ভেঙে পড়ে এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম কুমুদ বর্মণ (৩৭)। শনিবার টালিগঞ্জ থানা এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। হঠাৎই ওই বাড়ির একটি চাঙড় ভেঙে পড়ে তাঁর মাথায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০৩:০৫
Share:

নির্মীয়মাণ বাড়ির চাঙড় ভেঙে পড়ে এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম কুমুদ বর্মণ (৩৭)। শনিবার টালিগঞ্জ থানা এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ির পাশে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। হঠাৎই ওই বাড়ির একটি চাঙড় ভেঙে পড়ে তাঁর মাথায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার মারা যান কসবার বাসিন্দা কুমুদ। তার পরেই ওই বাড়ির প্রোমোটার মলয় বসুকে বিজয়গড় থেকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement