Deah

বেপরোয়া লরি থামাতে গিয়ে পিষ্ট কনস্টেবল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ট্র্যাফিক পুলিশকর্মীর নাম গৌরাঙ্গ বিশ্বাস (৪৯)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২০ ০৪:২৬
Share:

গৌরাঙ্গ বিশ্বাস

এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে বেপরোয়া গতিতে পালিয়ে যাচ্ছিল একটি লরি। খবর পেয়ে লরিটিকে থামানোর চেষ্টা করেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মী। তখন ওই পুলিশকর্মীকেই পিষে দিয়ে বেরিয়ে যায় লরিটি। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটেছে বারাসত থানা এলাকার যশোর রোডে। পরে অবশ্য অভিযুক্ত লরিচালককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ট্র্যাফিক পুলিশকর্মীর নাম গৌরাঙ্গ বিশ্বাস (৪৯)। বজবজের বাসিন্দা গৌরাঙ্গবাবু বারাসত থানার চাঁপাডালি ট্র্যাফিক গার্ডে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ দিন তিনি বারাসত থানার জগদিঘাটা-কাজিপাড়া এলাকায় ডিউটি করছিলেন। পুলিশ জানিয়েছে, বেলা ১২টা নাগাদ যশোর রোড ধরে যাওয়া বারাসতমুখী একটি লরি ওই সাইকেল আরোহীকে ধাক্কা মারে। সেই ঘটনায় ওই যুবকের ডান পা ভেঙে যায়। তাঁকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

চোখের সামনে এমন দুর্ঘটনা দেখার পরে স্থানীয় লোকজন ধাওয়া করায় লরি নিয়ে পালাতে থাকে চালক। সেই খবর পেয়ে লরিটিকে দাঁড় করানোর চেষ্টা করেন গৌরাঙ্গবাবু। বেপরোয়া গতিতে ধেয়ে আসা লরিটি তাঁকেও ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে গুরুতর জখম হন গৌরাঙ্গবাবু। সঙ্গে সঙ্গেই তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

এ দিন বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, ‘‘লরির চাকায় পিষ্ট হয়ে কোমরের হাড় ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল ওই কনস্টেবলের। শরীরের অন্যান্য অংশেও চোট পেয়েছিলেন। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি।’’ পরে অবশ্য লরিটিকে আটক করে চালককে গ্রেফতার করে পুলিশ।

বারাসত পুলিশ জেলার সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দুঃখজনক ঘটনা। দোষীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন