টাকা হাতিয়ে গ্রেফতার ছাত্র

ডেবিট কার্ডের তথ্য জেনে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানার পুলিশ। মঙ্গলবার, রিজেন্ট পার্কের এন এস সি বসু রোড থেকে। ওই কিশোর শহরের একটি নামী ইংরে জি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ দিন বিধাননগর আদালতে তোলা হলে ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০১৫ ০৩:৩৫
Share:

ডেবিট কার্ডের তথ্য জেনে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানার পুলিশ। মঙ্গলবার, রিজেন্ট পার্কের এন এস সি বসু রোড থেকে। ওই কিশোর শহরের একটি নামী ইংরে জি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। এ দিন বিধাননগর আদালতে তোলা হলে ধৃতের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

Advertisement

পুলিশ জানায়, নিউ টাউনের বাসিন্দা লীনা গুপ্ত ২৫ মার্চ বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করে জানান, তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডেবিট কার্ডের তথ্য জেনে ১ লক্ষ ৩০ হাজার টাকার জিনিস কেনা হয়েছে বলে তিনি এসএমএস পেয়েছিলেন। অথচ তিনি সে ব্যাপারে কিছুই জানেন না।

পুলিশ জানতে পারে, লীনাদেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই টাকা হাতিয়ে ফ্লিপকার্টের মাধ্যমে ওই সামগ্রী কেনা হয়েছে। তা সরবরাহের জন্য রিজেন্ট পার্ক এলাকার একটি ঠিকানা দেওয়া হয়েছে। মঙ্গলবার ওই ঠিকানায় হানা দিয়ে তদন্তকারীরা দেখেন, ঠিকানাটি ধৃত কিশোরেরই। সেখান থেকে মেলে একটি দামি ফোন, ঘড়ি ও পোশাক। যে মোবাইল থেকে ওই জিনিস কেনার অর্ডার দেওয়া হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করে পুলিশ। কথায় অসঙ্গতি থাকায় গ্রেফতার হয় ওই কিশোর।

Advertisement

পুলিশ জানায়, লীনাদেবীর এক আত্মীয়ের সঙ্গে পরিচয় ছিল কিশোরের। তাঁর কাছ থেকেই লীনাদেবীর ডেবিট কার্ডের তথ্য জেনেছিল। পুলিশের অনুমান, এর পিছনে কোনও চক্র রয়েছে। ওই কিশোর কী ভাবে লীনাদেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানতে পারল, তা-ও খতিয়ে দেখছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন