Threat

কুকুরকে খাওয়ানো ঘিরে বচসা, ‘নিগ্রহ ও খুনের হুমকি’

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে ওই তরুণী কুকুরকে খাওয়াতে রাস্তায় বেরোন। তখন এলাকার তিন যুবক তাঁর সঙ্গে বচসায় জড়ায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৭
Share:

তরুণীর হাত ধরে টানাটানি করে ও ধাক্কা মারা হয় বলে অভিযোগ। —প্রতীকী চিত্র।

পথকুকুরকে খাওয়ানো নিয়ে বিবাদের জেরে এক তরুণীকে হেনস্থা ও যৌন নিগ্রহের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার একটি এলাকার কয়েক জন যুবকের বিরুদ্ধে। ওই তরুণী থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্তেরা এখনও অধরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে ওই তরুণী কুকুরকে খাওয়াতে রাস্তায় বেরোন। তখন এলাকার তিন যুবক তাঁর সঙ্গে বচসায় জড়ায়। প্রথমে তাঁর হাত ধরে টানাটানি করে ও ধাক্কা মারে বলে অভিযোগ। তরুণীর দাবি, তাঁকে মারধরও করা হয়। অভিযোগ, বুধবার রাত ১১টা নাগাদ তরুণীর বাড়িতে চড়াও হয় এলাকার জনা ৩০ যুবক। তারা বাড়ির লোকজনকে গালিগালাজ করে, তরুণীর বাবাকে হুমকি দেয়। তরুণী তখন বাড়িতে ছিলেন না। তিনি ফিরলে তাঁকেও গালিগালাজ করা হয় ও খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে অ্যাসিড ছোড়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি। বৃহস্পতিবার তরুণী থানায় যান।

এ দিন তরুণী জানান, তাঁরা আতঙ্কে আছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর আশঙ্কা, ওই যুবকেরা ফের বাড়িতে চড়াও হতে পারে। তাই তিনি পুলিশি নিরাপত্তা চেয়েছেন। তবে পুলিশের দাবি, তাঁকে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তরুণীর দাবি, সোমবার অত রাতে কেন তিনি রাস্তায় বেরিয়েছেন, হামলাকারীরা সেই প্রশ্ন করে তাঁকে।

তবে এলাকাবাসীদের মতে, কুকুরদের খাওয়ানো নিয়ে কারও আপত্তি থাকলে থানায় অভিযোগ করা যেতে পারে। কিন্তু কাউকে হেনস্থা, খুনের হুমকি দেওয়া হবে কেন?

এ দিন এই ঘটনা ঘিরে দিনভর এলাকায় উত্তেজনা ছিল। স্থানীয় পুরপ্রতিনিধি সুশীলা মণ্ডল বলেন, ‘‘খুবই খারাপ ঘটনা। এটা কোনও ভাবেই সমর্থন করি না। আইন আইনের পথে চলবে। ঘটনার বিষয়ে বিশদে খোঁজ নিয়ে দেখব।’’ পুলিশ জানিয়েছে, মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন