যুবককে ‘মারধর’ টোলকর্মীদের

টোল প্লাজা দিয়েই কলকাতার দিকে আসছিলেন এক যুবক। গাড়ির চাপ থাকায় বহুক্ষণ লাইনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, তখন অন্য একটি গাড়ি ব্যারিকেড টপকে পাশের লেন দিয়ে চলে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০০:৩৮
Share:

টোল প্লাজা দিয়েই কলকাতার দিকে আসছিলেন এক যুবক। গাড়ির চাপ থাকায় বহুক্ষণ লাইনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, তখন অন্য একটি গাড়ি ব্যারিকেড টপকে পাশের লেন দিয়ে চলে যায়। তার প্রতিবাদ করতেই টোলকর্মীরা লাইনে দাঁড়িয়ে থাকা ওই যুবক ও তাঁর গাড়ির চালককে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। সোমবার, বালির নিবেদিতা সেতুর ঘটনা।

Advertisement

পুলিশ জানায়, বামুনডাঙা থেকে বাড়ি ফিরছিলেন কাঁকুড়গাছির বাসিন্দা পঙ্কজ গুপ্ত। রাজচন্দ্রপুর টোল প্লাজায় এসে লাইনে দাঁড়ান তিনি। পুলিশকে অভিযোগে পঙ্কজ জানান, প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে তিনি দেখেন ভিআইপি লেনের পাশের লেনে কিছু গাড়ি ব্যারিকেড ওভারটেক করে ঢুকে টোল দিয়ে চলে যাচ্ছে। পঙ্কজ বলেন, ‘‘কিছু গাড়ি নিয়ম ভাঙছে কেন জানতে চাইলে টোলকর্মীরা অশ্লীল কথা বলেন। কথা কাটাকাটি হয়।’’ পঙ্কজ জানান, অন্য চালকেরা বিষয়টি নিয়ে টোলকর্মীদের সঙ্গে ঝগড়া শুরু করেন। পঙ্কজ টোলকর্মীদের বলেন, ‘‘আপনাদের ম্যানেজারের সঙ্গে কথা বলব।’’ পঙ্কজের অভিযোগ, এর পরেই ক্ষেপে উঠে টোলকর্মীরা ও এক বন্দুকধারী নিরাপত্তারক্ষী মিলে তাঁকে ও তাঁর চালককে মারতে শুরু করেন। তাঁর দাবি, কেন মারধর করা হচ্ছে জানতে চাইলে, টোলকর্মীরা হুমকি দিয়ে বলেন, ‘‘এটা বালি টোল প্লাজা। এখানে কেউ কিছু করতে পারবে না। সব বুঝে নেব।’’

নিবেদিতা সেতু টোল প্লাজার তৃণমূল পরিচালিত কর্মী সংগঠনের কার্যকরী সভাপতি বিকাশ দে বলেন, ‘‘কোনও দাদাগিরিকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই নেই। কেউ এ কাজ করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আমিও সংগঠনের তরফে খোঁজ নিচ্ছি। প্রয়োজনে কড়া ব্যবস্থা নেব।’’ এ বিষয়ে জানতে টোল কর্তৃপক্ষকে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন