‘মা’ উড়ালপুলে দুর্ঘটনা, মৃত এক

পার্ক সাকার্সের নতুন উড়ালপুলে ফের দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমির খান (৩০)। তাঁর বাড়ি একবালপুরে। দুর্ঘটনায় আহত হয়েছেন দু’জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬ ১৮:১৯
Share:

পার্ক সাকার্সের নতুন উড়ালপুলে ফের দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আমির খান (৩০)। তাঁর বাড়ি একবালপুরে। দুর্ঘটনায় আহত হয়েছেন দু’জন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে পার্ক সার্কাস থেকে এয়ারপোর্টের দিকে দ্রুতবেগে যাওয়ার সময় একটি ‘আই-টেন’ উড়ালপুলের উপর ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় চালক আমির খান ও দুই আরোহী শাহিল মুনাল ও সলমান খানকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা আমির খানকে মৃত বলে ঘোষণা করেন। গার্ডেনরিচের বাসিন্দা শাহি ও সলমানকে প্রাথমিক চিকিৎসার পর ছে়ড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকায় দ্রুত বেগে চলতে থাকা গাড়িটি বাইপাসের বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

গত ৯ অক্টোবর এই উড়ালপুল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এর পর পর দিনেই সকালে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই যুবক। ১২ নভেম্বর ফের বাইক দুর্ঘটনায় মারা যান মোটরবাইক আরোহী দীপঙ্কর দত্ত (২৭)। ওই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক নীলাঞ্জন হাজরা। এরপরেও ওই উড়ালপুলে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে উড়ালপুলের উপর চার চাকার গাড়ির দুর্ঘটনা এটা নিয়ে দ্বিতীয়। পুলিশ সূত্রে খবর, দিন কুড়ি আগে দ্রুত গতিতে চলতে থাকা পার্কসার্কাস-এয়ারপোর্টগামী একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভারডারে ধাক্কা মারার পর উল্টে যায়। বড়সড় দুর্ঘটনা থেকে বেঁচে যান গাড়ির চালক ও আরোহীরা।

Advertisement

কেন এত বারবার এই উড়ালপুলের উপর দুর্ঘটনা ঘটছে?

পুলিশ সূত্রে খবর, নবনির্মিত উড়ালপুলে দুটি বিপজ্জনক বাঁক রয়েছে। প্রথমটি উড়ালপুলের মাঝ বরাবর। দ্বিতীয়টি বাইপাসে একটি পাঁচতারা হোটেলের কাছে। রবিবার সকালে পাঁচতারা হোটেলের কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় চার চাকার গাড়িটি। এক পুলিশ আধিকারিকের কথায়, ‘‘শহরের বিভিন্ন উড়ালপুলের উপর গাড়ির গতিবেগ তুলনায় বেশি থাকে। উড়ালপুলের উপর দুটি বিপজ্জনক বাঁক ও গাড়ির গতিবেগ বেশি হওয়াতেই বারবার দুর্ঘটনা ঘটছে।’’ ওই পুলিশ আধিকারিকের পর্যবেক্ষণ, ‘‘কিন্তু এই উড়ালপুলে গাড়ির গতিবেগ ৭০ কিলোমিটারের বেশি হলেই বিপদ ঘটার সম্ভাবনা প্রবল।’’

তবে বারবার দুর্ঘটনা ঘটলেও উড়ালপুল নির্মাণে প্রযুক্তিগতভাবে কোনও ক্রুটি আছে বলে মনে করেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান নীতিন সোম। তাঁর কথায়, ‘‘উড়ালপুলে বাঁক থাকতেই পারে। এখন একমুখি হওয়ার পর উড়ালপুলে গাড়ির চাপ অনেক কম থাকার সুযোগে গাড়ির গতিবেগ বাড়িয়ে দিচ্ছেন চালকরা। গতিবেগ কমানোর ক্ষেত্রে পুলিশের কিছু বিধিনিষেধ করা জরুরি।’’ ডিসি (ট্রাফিক) ভি সলোমান নিশাকুমার বলেন, ‘‘আমরা উড়ালপুলে গাড়ি চালানোর সময় চালকদের সতর্ক হতে বলছি। বাঁকের সময় জোরে গাড়ি চালালে তো দুর্ঘটনা হবেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন