বেপরোয়া বাসের ধাক্কায় উড়ল গাড়ি

এ দিনের ঘটনার পরে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া যান চলাচল নিয়ে ফের প্রশ্ন উঠছে। এমনকি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিলেও চালকদের যে হুঁশ ফেরেনি তা ফের প্রমাণিত হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ০১:৩৪
Share:

—প্রতীকী ছবি।

রাস্তার ধার ঘেঁষে যাচ্ছিল একটি ছোট পণ্যবাহী গাড়ি। আচমকা তীব্র গতিতে ছুটে আসা যাত্রিবাহী বাস ধাক্কা মারে গাড়িটিতে। তাতেই রাস্তা থেকে প্রায় ১০-১২ ফুট দূরে ডিভাইডারের উপর আছড়ে পড়ে গাড়িটি। গাড়িতে থাকা দু’জনকে গুরুতর আহত অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগরে।

Advertisement

এ দিনের ঘটনার পরে এক্সপ্রেসওয়েতে বেপরোয়া যান চলাচল নিয়ে ফের প্রশ্ন উঠছে। এমনকি ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিতে বেপরোয়া যান চলাচলের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিলেও চালকদের যে হুঁশ ফেরেনি তা ফের প্রমাণিত হল। এ দিনের ঘটনায় পুলিশ ধূলাগড়-সল্টলেক রুটের বেসরকারি বাসটিকে আটক করেছে। তবে বাসচালক ও কন্ডাক্টর পলাতক।

স্থানীয় সূত্রের খবর, সকাল সওয়া ১১টা নাগাদ দক্ষিণেশ্বরের দিক থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে তীব্র গতিতে বিমানবন্দরের দিকে যাচ্ছিল বাসটি। রাস্তার ধার দিয়ে মাঝারি গতিতে চলছিল পণ্যবাহী গাড়িটি। প্রত্যক্ষদর্শী যুধিষ্ঠির মাহাতো বলেন, ‘‘বিকট আওয়াজে দেখি, ছোট গাড়িটা উড়ে গিয়ে ডিভাইডারের উপরে পড়ছে।’’ স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনার পরে ছোট গাড়ির চালক সুমন দাস কোনও মতে বেরিয়ে আসেন। গুরুতর আহত অবস্থায় গাড়ির দুই খালাসি হাসপাতালে ভর্তি। কয়েক জন বাসযাত্রীও সামান্য আঘাত পেয়েছেন। অনেক যাত্রী বাস থেকে নেমে যান। বাকিদের বার করে আনেন স্থানীয়েরা।

Advertisement

পুলিশ ছোট গাড়ি থেকে খালাসি দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সুমন বলেন, ‘‘৪০-৫০ কিমি গতিতে রাস্তার ধার দিয়ে গাড়ি চালাচ্ছিলাম। লুকিং গ্লাসে দেখিছিলাম পিছনে দ্রুত গতিতে আসছে বাসটা। সেটাই যে ধাক্কা মারবে বুঝিনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement