ভি আই পি রোডে পথ দুর্ঘটনা

সোমবার ভি আই পি রোডে যাত্রিবাহী একটি বাসকে ওভারটেক করার সময়ে উল্টে গিয়ে স্কুলবাসের তলায় পড়ে যায় এই গাড়িটি। পুলিশ জানায়, গাড়িচালকের বক্তব্য, তিনি গাড়ির মালিককে বিমানবন্দর থেকে আনতে যাচ্ছিলেন। স্কুলবাসটি গাড়িটির ডান দিকে চলে আসে।

Advertisement
শেষ আপডেট: ৩০ জুন ২০১৫ ০২:৩২
Share:

— নিজস্ব চিত্র।

সোমবার ভি আই পি রোডে যাত্রিবাহী একটি বাসকে ওভারটেক করার সময়ে উল্টে গিয়ে স্কুলবাসের তলায় পড়ে যায় এই গাড়িটি। পুলিশ জানায়, গাড়িচালকের বক্তব্য, তিনি গাড়ির মালিককে বিমানবন্দর থেকে আনতে যাচ্ছিলেন। স্কুলবাসটি গাড়িটির ডান দিকে চলে আসে। বাসের বাঁ দিক দিয়ে বেরোতে গিয়ে গাড়িটি সেটিকে ধাক্কা মেরে উল্টে যায়। বাসের চালক রামপ্রসাদ সরকার বাসটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সেটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যাওয়া গাড়িটির উপরে উঠে পড়ে। পুলিশ জানায়, গাড়ির চালক পরশুরাম যাদব ও স্কুলবাসে থাকা হৃতিক জায়সবাল ও সম্পূর্ণা সেনগুপ্ত নামে দুই পড়ুয়া সামান্য জখম হয়েছে। তবে স্কুল থানায় অভিযোগ করেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement