অসুস্থ কাউন্সিলর, দিলেন না হাজিরা

সোনারপুরে এক ব্যবসায়ীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার গ্রেফতার হয়েছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্ত রায়। কিন্তু অসুস্থ থাকার কারণে বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করতে পারল না পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৬ ০০:২৪
Share:

সোনারপুরে এক ব্যবসায়ীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বুধবার গ্রেফতার হয়েছিলেন রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্ত রায়। কিন্তু অসুস্থ থাকার কারণে বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করতে পারল না পুলিশ। পুলিশ জানায়, অনন্তবাবুকে বুধবার বিকেলে গ্রেফতার করা হলে গ্রেফতারির কয়েক ঘণ্টা পর থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। প্রথমে সোনারপুর ব্লক হাসপাতাল ও রাতে তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, অনন্তবাবুর বছর দুয়েক আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি অ্যাঞ্জিওপ্লাস্টও হয়েছে। এ দিন রক্তচাপের সমস্যা দেখা দিয়েছে বলে জানান চিকিৎসকেরা।

Advertisement

বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে অনন্তবাবুর মেডিক্যাল রিপোর্ট পেশ করা হয়। তবে ওই ঘটনায় ধৃত হাওড়ার ব্যবসায়ী প্রশান্ত পাঁজাকে আদালতে হাজির করা হয়। বিচারক ধৃতের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

অনন্তবাবু নিজের ওয়ার্ড অফিসে বিশ্বজিৎ রায় নামে সোনারপুর সূর্য্য সেন পার্কের এক ব্যবসায়ীর উপরে চাপ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ। পুলিশ জানায়, গত রবিবার ওই সালিশির পরে মঙ্গলবার সকালে চার পাতার সুইসাইড নোটে অনন্তবাবু-সহ পাঁচজনকে দায়ী করে বিশ্বজিৎবাবু আত্মহত্যা করেন। প্রশান্তকে জেরা করে রবিবারের ঘটনায় আর কারা জড়িত তা জানার চেষ্টা হচ্ছে বলে জানায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement