Crime

হাইকোর্টে জামিন অপহরণে অভিযুক্তের

অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তাহা দিগানি নামে এক দুষ্কৃতীকে মূল অভিযুক্ত বলে গ্রেফতার করেছিল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ০২:০৫
Share:

ফাইল চিত্র।

গুরুগ্রামের ব্যবসায়ী সুরেশ শর্মাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ সংক্রান্ত মামলার অন্যতম অভিযুক্ত, দেগঙ্গার বাসিন্দা রবিউল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সহিদুল্লা মুন্সি ও বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করে।

Advertisement

রবিউলের আইনজীবী কল্লোল মণ্ডল জানান, ২০১৮ সালের ২১ ডিসেম্বর কলকাতা বিমানবন্দর এলাকা থেকে অপহৃত হন সুরেশ। পুলিশের কাছে তাঁর স্ত্রী গুরুগ্রাম থেকে ইমেল মারফত অভিযোগে জানান, কুড়ি লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে তাঁর স্বামীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। মুক্তিপণের ফোন গিয়েছিল মুম্বইয়ে, সুরেশের এক বন্ধু পাপ্পুর কাছে। অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় তাহা দিগানি নামে এক দুষ্কৃতীকে মূল অভিযুক্ত বলে গ্রেফতার করেছিল পুলিশ। এ ছাড়া, শাহবুদ্দিন নামে আরও এক জন-সহ মোট দশ জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে। শাহবুদ্দিন গত এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সুপ্রিম কোর্ট গত ২৪ অগস্ট তাহা দিগানিকে জামিন দিয়েছে।

এ দিন মামলার শুনানিতে রবিউলের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেলের কাছ থেকে পুলিশ একটি গাড়ি বাজেয়াপ্ত করেছিল। কিন্তু ওই গাড়ি অপহরণে ব্যবহার করা হয়েছিল, এমন কোনও প্রমাণ পুলিশের কাছে নেই। তা ছাড়া, অপহৃতের স্ত্রী ‘অজ্ঞাতপরিচয়’ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। এফআইআরে রবিউলের নাম ছিল না। সরকারি আইনজীবী আদালতে জানান, নিম্ন আদালত রবিউলকে অন্তর্বর্তী জামিন দিলেও পরে তা খারিজ হয়ে যায়। অভিযুক্তের আইনজীবী পাল্টা জানান, অভিযুক্তের মা মারা যাওয়ায় তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চ দু’পক্ষের বক্তব্য শুনে রবিউলের জামিন মঞ্জুর করে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন