নজর রাখুক সরকার, বললেন বিচারক

এ দিন আদালতে পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) ধারায় তিনটি মামলা ওঠে। ছ’মাসে জি ডি বিড়লা ও এম পি বিড়লা স্কুলের ঘটনা-সহ এ নিয়ে পাঁচটি পকসো মামলা এই বিশেষ আদালতে উঠল।

Advertisement
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪০
Share:

—প্রতীকী চিত্র।

বেসরকারি স্কুল পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকারের নির্দেশিকা মানা হচ্ছে কি না, নজর রাখতে হবে প্রশাসনকেই। সোমবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক অরুণকিরণ বন্দ্যোপাধ্যায় এ কথা বলেন মুখ্য সরকারি আইনজীবী রাধাকান্ত মুখোপাধ্যায়কে।

Advertisement

এ দিন আদালতে পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) ধারায় তিনটি মামলা ওঠে। ছ’মাসে জি ডি বিড়লা ও এম পি বিড়লা স্কুলের ঘটনা-সহ এ নিয়ে পাঁচটি পকসো মামলা এই বিশেষ আদালতে উঠল। বিষয়টি উল্লেখ করে বিচারক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘স্কুলে পুরুষ শিক্ষক নিয়োগ বন্ধ করা, স্কুলে সিসিটিভি-র মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা করার মতো সরকারি নির্দেশিকা আছে। কিন্তু এই সেগুলি মেনে চলা হচ্ছে, তা দেখতে সক্রিয় হতে হবে পুলিশ-প্রশাসনকেই।’’ একই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, সচেতন থাকতে হবে স্কুল কর্তৃপক্ষকেও।

এ দিন আলিপুরের বিশেষ পকসো আদালতে কারমেল-কাণ্ডের অভিযুক্ত সৌমেন রানাকে পেশ করা হয়। বিচারক অভিযুক্তের ৮ দিনের পুলিশি হেফাজত ও তদন্তকারী অফিসারকে গোপন জবানবন্দি ও মেডিকো-লিগাল পরীক্ষার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ দিন মুখ্য সরকারি আইনজীবী ওই শিশুকে মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেছেন।

Advertisement

কমলা গালর্স স্কুলের কাণ্ডে অভিযুক্ত মলয় বড়ুয়া ও নেতাজিনগরে অটোয় কিশোরীর ছবি তোলায় অভিযুক্ত চিকিৎসক সচ্চিদানন্দ চৌধুরীকে ৮ দিনের পুলিশি হেফাজত হয়। দু’টি মামলাতেই পরবর্তী শুনানির দিন তদন্তকারী অফিসারকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement