Alert in Kolkata after Delhi blast

দিল্লিতে বিস্ফোরণের পরেই সতর্কতা জারি হল কলকাতায়! রাস্তায় ‘নাকা চেকিং’, হোটেলে খোঁজখবর, নজরে মেট্রোও

পৃথক সতর্কবার্তা জারি করেছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষও। ঘটনাচক্রে, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের সামনেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২১:৩৯
Share:

শহরের রাস্তায় নাকা চেকিং। —ফাইল চিত্র।

দিল্লির চাঁদনি চকে বিস্ফোরণের পরেই বিশেষ সতর্কতা জারি হল গোটা কলকাতায়। লালবাজার থেকে কলকাতা পুলিশের সবক’টি থানাকে সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে খবর।

Advertisement

সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন রাস্তায় ‘নাকা চেকিং’ শুরু করেছে পুলিশ। পাশাপাশি, অনুসন্ধান শুরু হয়েছে শহরের বিভিন্ন হোটেল এবং লজগুলিতে। সেখানকার আবাসিকদের সম্পর্কিত বিভিন্ন তথ্য পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে শুরু হয়েছে বিশেষ নজরদারি। বিশেষ ভাবে নজর দেওয়া হচ্ছে মেট্রো স্টেশনগুলিতে।

এর পাশাপাশি সোমবার, পৃথক সতর্কবার্তা জারি করেছেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ঘটনাচক্রে, সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের সামনেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে, এটিকে সন্ত্রাসবাদী হামলা বলেই মনে করা হচ্ছে। লালকেল্লার অদূরেই চাঁদনি চক এলাকায় মেট্রো স্টেশনের সামনে ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement