বদলির প্রতিবাদে বিক্ষোভ

হরিণঘাটা-সহ পাঁচটি দুগ্ধ উৎপাদন কেন্দ্রের অধিকাংশ কর্মীকে স্বাস্থ্য দফতরে বদলি করছে রাজ্য সরকার। তাঁদের কাজ করতে হবে হাসপাতাল এবং মর্গে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বেলগাছিয়ায় সংস্থার সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল ও বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০০:১৬
Share:

হরিণঘাটা-সহ পাঁচটি দুগ্ধ উৎপাদন কেন্দ্রের অধিকাংশ কর্মীকে স্বাস্থ্য দফতরে বদলি করছে রাজ্য সরকার। তাঁদের কাজ করতে হবে হাসপাতাল এবং মর্গে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বেলগাছিয়ায় সংস্থার সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল ও বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মীরা। বাম পরিচালিত ‘পশ্চিমবঙ্গ ডেয়ারি ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ড্রি ওয়ার্কার্স ইউনিয়ন’-এর সাধারণ সম্পাদক অভিজিৎ রায়চৌধুরী বলেন, ‘‘আমরা দুধ তৈরি করতাম। তার বদলে পাঠানো হচ্ছে হাসপাতাল ও মর্গে। আমরা চিকিৎসার কী জানি?’’ তাঁর দাবি, প্রাণীসম্পদ বিকাশেই ৪০৩টি পদ শূন্য রয়েছে। সেখানে হরিণঘাটার কর্মীদের কাজ দেওয়া হোক।

Advertisement

তৃণমূল পরিচালিত ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশন’-এর রাজ্য সভাপতি উত্তম দলাই বলেন, ‘‘সরকার আমাদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এমন হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালাব।’’ এ ব্যাপারে মিল্ক কমিশনার দিবাকর মুখোপাধ্যায় বলেন, ‘‘কারও কাজ তো চলে যায়নি। ওখানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কর্মী রয়েছেন বলেই তাঁদের স্বাস্থ্য দফতরে বদলি করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement