Stabbing in Kolkata

কলকাতায় পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরিকাঘাতের অভিযোগ! আক্রান্ত এবং হামলাকারী উভয়েই ভর্তি হাসপাতালে

তপসিয়ার অবিনাশ চৌধুরী লেনে একটি মোটরসাইকেল দাঁড় করানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। সেটি কেন সেখানে দাঁড় করানো হয়েছে, তা নিয়ে বচসা বেধে যায় দুই যুবকের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১০:৫১
Share:

কলকাতার কড়েয়ায় মোটরসাইকেল পার্কিং ঘিরে বচসার সময়ে ছুরিকাঘাতের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

পার্কিং নিয়ে বিবাদের জেরে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠল কলকাতায়। ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকায়। রবিবার রাতের ওই ঘটনায় হামলাকারী যুবককে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই সময় তপসিয়ার অবিনাশ চৌধুরী লেনে একটি মোটরসাইকেল দাঁড় করানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। মোটর সাইকেলটি কেন সেখানে দাঁড় করানো হয়েছে, তা নিয়ে অশান্তি বেধে যায় মহম্মদ হানিফ এবং মহম্মদ জিয়াউদ্দিনের। অভিযোগ, সেই সময়েই হানিফের উপর হামলা করেন জিয়াউদ্দিন। ছুরি দিয়ে তিনি হানিফের গায়ে কোপ বসান বলে অভিযোগ। মারামারির সময়ে চোট লাগে অভিযুক্ত জিয়াউদ্দিনের হাতেও।

জখম অবস্থায় দু’জনেই বর্তমানে ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। বচসা এবং মারামারির সময়ে হামলাকারী জিয়াউদ্দিনের আঙুলে ক্ষত তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, হামলার সময়ে অসাবধানতাবশতই ওই চোট লেগেছে জিয়াউদ্দিনের। তাঁকে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। মোটর সাইকেল দাঁড় করানোকে কেন্দ্র করে কেন এই ঝামেলা বাঁধল, সে বিষয়ে আরও বিশদ তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন পুলিশকর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement