নাইট ক্লাবে গোলমাল, ধৃত ৩

দশমীর ভোরে বাইপাসের এক নাইট ক্লাবে আক্রান্ত হলেন একদল যুবক। মঙ্গলবারের এই ঘটনায় তাঁদের সঙ্গী যুবতীদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ০০:২৬
Share:

দশমীর ভোরে বাইপাসের এক নাইট ক্লাবে আক্রান্ত হলেন একদল যুবক। মঙ্গলবারের এই ঘটনায় তাঁদের সঙ্গী যুবতীদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।

Advertisement

আক্রান্তদের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষকে বিষয়টি জানালে উল্টে তাঁদেরই মারধর করে বার করে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে ক্লাবের সিসিটিভি ফুটেজ দেখে রাতেই সেখানকার তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম তাপস মণ্ডল, অজয় জন এবং লালচাঁদ মণ্ডল। ক্লাবের ম্যানেজার পলাতক।

পুলিশ জানায়, পুজোয় রাতভর হুল্লোড়ের আয়োজন ছিল ক্লাবের তিনতলায়। আক্রান্ত রক্তিম চট্টোপাধ্যায় জানান, নবমীর রাতে বন্ধুরা মিলে ১৮ জন ওই নাইট ক্লাবে যান। তাঁর অভিযোগ, দশমী ভোর ৫টায় ক্লাবে ঢোকেন তাঁরা। সেখানেই নাচের ফাঁকে তাঁর এক আত্মীয়ার শ্লীলতাহানির চেষ্টা করেন অচেনা কয়েক জন যুবক। প্রতিবাদ করলে ওই যুবকেরা তাঁদের মারধর করেন বলেও অভিযোগ। পুলিশকে রক্তিমবাবুরা জানান, মারপিট চলাকালীন তাঁদের সঙ্গী কয়েক জন তরুণীর শ্লীলতাহানিও করেন ওই যুবকেরা।

Advertisement

অভিযোগ, রক্তিমবাবুরা বিষয়টি ক্লাবকে জানালে, উল্টে রক্ষীদের দিয়ে মারধর করে তাঁদেরই রাস্তায় বার করে দেওয়া হয়। লাঠি ও বাঁশের আঘাতে আহত হন রক্তিমবাবুদের দলের তিন জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পরে প্রগতি ময়দান থানায় ক্লাব কর্তৃপক্ষ, নিরাপত্তারক্ষী এবং অজ্ঞাতপরিচয় যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্তেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement