ভিন্ রাজ্যের দুই তরুণীকে এক সরকারি হাসপাতালের নির্মীয়মাণ ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হল। ধৃতের নাম করণ মাঝি। পুলিশ জানিয়েছে, সে ওই হাসপাতালেরই কর্মী আবাসনের বাসিন্দা। করণের মা সেখানকার চতুর্থ শ্রেণির কর্মী।
পুলিশ জানায়, ওই তরুণীরা পঞ্জাবের বাসিন্দা। বাইপাসের পানশালায় গাওয়ার জন্য মঙ্গলবার শিয়ালদহে পৌঁছন। তাঁরা জানিয়েছেন, স্টেশন থেকে এনআরএসের কাছে পৌঁছলে করণের সঙ্গে আলাপ হয়। করণ সাহায্যের আশ্বাস দেয়। এর পরেই তাঁদের হাসপাতালের এক নির্মীয়মাণ বহুতলে নিয়ে যায় সে। অভিযোগ, সেখানে খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় নেশার দ্রব্য। ইতিমধ্যেই সেখানে পৌঁছয় করণের চার বন্ধু। বন্ধুরা এলে করণ বেরিয়ে যায়। এর পরেই ওই চার জন তরুণীদের শ্লীলতাহানি করে। তাঁদের টাকা, মোবাইলও ছিনিয়ে নেয়।
তরুণীদের দাবি, হুঁশ ফিরতেই চিৎকার শুরু করেন। নিরাপত্তারক্ষী এলে পালায় যুবকেরা। করণ ফিরলে চাপের মুখে সে জানায়, তাদের বাড়ি তিলজলায়। বুধবার করণকে নিয়ে তরুণীরা তিলজলা গেলে শুরু হয় গোলমাল। পৌঁছয় পুলিশ। তরুণীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ করণকে ধরে। করণের চার বন্ধু পালিয়ে যায়। বৃহস্পতিবার শিয়ালদহ আদালত করণকে পুলিশি হেফাজত দেয়।