Bidhannagar Municiaplity

বিধাননগরে রাস্তা সারাইয়ে বিকল্প পথের প্রস্তাব বোর্ডে

বিধাননগরের একাধিক রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। প্রায় দেড় বছর ধরে নতুন রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেও এ পর্যন্ত সল্টলেক-সহ বিধাননগর পুর এলাকার রাস্তার হাল ফেরেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৩ ০৫:৫৮
Share:

বিধাননগর পুরসভা। —ফাইল চিত্র।

পুর পরিষেবার, বিশেষত রাস্তা সারাইয়ের কাজ করেও বকেয়া না পাওয়ার অভিযোগ বিধাননগর পুরসভার ঠিকাদারেরা অনেক দিন ধরেই করছেন। এ বার পুর প্রতিনিধিরা জানাচ্ছেন, দরপত্রে একের পর এক ডাক পড়লেও ঠিকাদারেরা তাতে অংশ নিচ্ছেন না। ফলে ব্যাহত হচ্ছে পুর পরিষেবা। এর বিকল্প হিসাবে পুর এলাকার কাজ কেএমডিএ কিংবা পূর্ত দফতরকে দিয়ে করানো যায় কি না, তা নিয়ে বুধবার পুরসভার বোর্ড মিটিংয়ে
প্রস্তাব উঠল।

ওই প্রস্তাব দেন এক পুর প্রতিনিধি। যদিও বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানাচ্ছেন, এখনও এতটা কঠিন সিদ্ধান্তে পৌঁছনোর সময় আসেনি। পুরসভা ২০২০ এবং ২০২১-এর টাকা ঠিকাদারদের দেওয়া শুরু করেছে। মেয়র বলেন, ‘‘ওই ঠিকাদারেরা পুরসভা থেকেই তাঁদের জীবিকা নির্বাহ করেন। মানুষ পরিষেবা পান। আমরা চাই না, এই সম্পর্ক নষ্ট হোক। এটাও ঠিক, দিনের পর দিন কাজ বন্ধ হয়ে থাকলে বিকল্প পথের কথা ভাবতেই হবে।’’

উল্লেখ্য, এই মুহূর্তে বিধাননগরের একাধিক রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। প্রায় দেড় বছর ধরে নতুন রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেও এ পর্যন্ত সল্টলেক-সহ বিধাননগর পুর এলাকার রাস্তার হাল ফেরেনি। এর নেপথ্যে রয়েছে রাস্তা তৈরির কাজে ঠিকাদারদের দরপত্রে অংশ না নেওয়া। তাঁরা বার বারই জানিয়েছেন, বকেয়া না পেলে তাঁরা নতুন কাজে হাত দেওয়ার
পরিস্থিতিতে নেই। পুর কর্তৃপক্ষ জানাচ্ছেন, নগরোন্নয়ন দফতরের কাছে তাঁরা ১২৫ কোটি টাকা চেয়ে পাঠিয়েছিলেন। ওই বিপুল অঙ্ক নগরোন্নয়ন দফতর মঞ্জুর করেনি। নগরোন্নয়ন দফতরের পরামর্শ, ছোট ছোট অঙ্কের খরচ দেওয়া হবে। বর্তমানে সেই পদ্ধতিতেই সরকারের থেকে রাস্তা সারাইয়ের জন্য টাকা চাওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন