Amit Shah’s Bengal Visit

‘অপরাধীদের আরও দ্রুত শাস্তি দেওয়া যাবে’! নিউ টাউনে ফরেন্সিক ল্যাবের নতুন ভবন উদ্বোধন করে বললেন শাহ

শনিবার রাতেই কলকাতায় আসেন অমিত শাহ। বাইপাসের ধারে একটি হোটেলে রাত্রিবাসের পর রবিবার সকালে তিনি নিউ টাউনে পৌঁছোন। সেখান থেকে নেতাজি ইন্ডোরে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৩:৩৪
Share:

নিউ টাউনে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই।

পশ্চিমবঙ্গ তো বটেই, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের ফরেন্সিক পরীক্ষার ক্ষেত্রে বড় অবদান রাখবে কলকাতার নতুন কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব! রবিবার নিউ টাউনে এই ল্যাবেরেটরি উদ্বোধন করে এমনই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মনে করেন, অপরাধ এবং অপরাধীদের খুঁজে বার করতে এবং দ্রুত শাস্তি দেওয়ার বিষয়ে এই নতুন ফরেন্সিক ভবনের শক্তিশালী অবদান থাকবে।

Advertisement

শনিবার রাতেই কলকাতায় আসেন শাহ। বাইপাসের ধারে একটি হোটেলে রাত্রিবাসের পর রবিবার সকালে তিনি নিউ টাউনে পৌঁছোন। সেখানে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্বোধনের পর অপরাধ এবং অপরাধীদের শনাক্তের ক্ষেত্রে ফরেন্সিকের ভূমিকা তুলে ধরেন তিনি।

শাহের কথায়, ‘‘তদন্তে প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ।’’ নতুন ভবনে উন্নত প্রযুক্তির সুবিধা মিলবে বলেই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘অপরাধীদের চিহ্নিত করতে এবং ঘটনাস্থল পর্যবেক্ষণে ফরেন্সিকের গুরুত্ব অপরিসীম। আরও সাত রাজ্যে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির নতুন ভবন তৈরি হবে।’’ শাহের মতে, পূর্ব, উত্তর-পূর্ব ভারতে জটিল মামলাগুলি সমাধানের ক্ষেত্রে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সহায়তা করবে কলকাতার এই নতুন ল্যাবরেটরি।

Advertisement

নিউ টাউনের এই কর্মসূচি সেরেই শাহ সোজা চলে যাবেন নেতাজি ইন্ডোরে। সেখানে সাংগঠনিক জমায়েত রয়েছে। বিজেপির সাংসদ, বিধায়ক এবং দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করার কথা তাঁর। সেই বৈঠকে শুধু শীর্ষ স্থানীয় বিজেপি নেতৃত্ব নয়, মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলা এবং রাজ্যস্তরের নেতৃত্ব থাকবেন। বিজেপি সূত্রে খবর, যেহেতু ১০ মাসের মধ্যেই বঙ্গে বিধানসভা নির্বাচন, সেই আবহে সাংগঠনিক রণকৌশল নিয়ে বার্তা দিতে পারেন শাহ। সাংগঠনিক সভা শেষে একটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সেটি আয়োজিত হবে স্বামী বিবেকানন্দের জন্মভিটেয়। জানা গিয়েছে, বিভিন্ন মঠ, মিশন এবং আধ্যাত্মিক সংগঠনের সাধুসন্তরা আমন্ত্রিত থাকছেন ওই অনুষ্ঠানে। রাজ্য বিজেপির নেতৃত্বও থাকবেন সেখানে। সেই অনুষ্ঠান সেরেই সন্ধ্যায় বিএসএফের বিমানে দিল্লি ফিরবেন শাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement