Fraudster

ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদে প্রৌঢ়

এক দিন আগেই গার্ডেনরিচ থানা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা চক্র চালানোর অভিযোগে চার জনকে গ্রেফতার করেছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ০৯:০৫
Share:

—প্রতীকী চিত্র।

হোটেল বুক করতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হলেন বছর পঁয়ষট্টির এক প্রৌঢ়। শনিবার পর্ণশ্রী থানায় অভিযোগে তিনি জানিয়েছেন, অনলাইনে পুরীর একটি হোটেলের ওয়েবসাইট খুঁজে সেখানে থাকা নম্বরে যোগাযোগ করেন। তাঁকে জানানো হয়, বুকিং বাবদ ৭০০০ টাকা পাঠাতে হবে। প্রৌঢ়ের অভিযোগ, ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য প্রতারকেরা একটি কিউআর কোড পাঠায়। সেখানে ৭০০০ টাকা পাঠানোর ঘণ্টাখানেকের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে চার দফায় প্রায় ৭০ হাজার টাকা উধাও হয়ে যায়। এর পরেই প্রৌঢ় থানার দ্বারস্থ হন। বেহালা থানা এলাকায় একই ভাবে প্রায় ৪০ হাজার টাকা প্রতারণার শিকার হয়েছেন এক ব্যক্তি। তিনিও অনলাইনে পুরীর হোটেল খুঁজছিলেন।

এক দিন আগেই গার্ডেনরিচ থানা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে ভুয়ো ওয়েবসাইট বানিয়ে প্রতারণা চক্র চালানোর অভিযোগে চার জনকে গ্রেফতার করেছিল। ধৃতদের সঙ্গে জামতাড়ার যোগ পেয়েছে পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রের খবর, গত কয়েক মাসে একই কায়দায় সাইবার প্রতারণার একাধিক অভিযোগ দায়ের হয়েছে। সাইবার বিশেষজ্ঞ এবং কলকাতা পুলিশের সাইবার শাখার আধিকারিকেরা জানাচ্ছেন, অবিকল আসলের মতো ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। প্রতারকেরা ‘অ্যালগরিদ্‌ম’-এর কৌশল প্রয়োগ করায় মানুষ ওই সব সংস্থার ওয়েবসাইট সার্চ করলে ভুয়োটিই আগে দেখাচ্ছে। আসল-নকলের পার্থক্য বুঝতে না পেরে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন।

লালবাজারের তরফে অনলাইনে কিছু সার্চ করে বুকিং বা লেনদেন করার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এক কর্তার কথায়, ‘‘সাইবার অপরাধের তদন্ত পুলিশ করছে, কিন্তু মানুষ আরও সতর্ক হলে প্রতারণা আটকানো যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন