Young Girl Death

আবাসনের ২৪তলা থেকে পড়ে মৃত্যু তরুণীর

পুলিশ জানিয়েছে, গরিমার শোয়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ঘর থেকে মিলেছে হাতের তাবিজ। সেটি গরিমা খুলে রেখেছিলেন বলে মনে করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৩
Share:

—প্রতীকী চিত্র।

আবাসনের ২৪তলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে ট্যাংরা থানা এলাকার ক্যানাল সাউথ রোডে। মৃতার নাম গরিমা লোধা (২৬)। ওই আবাসনের ৩৫তলা একটি বহুতলের ২৪তলার ফ্ল্যাটে বাবা-মা এবং বোনের সঙ্গে থাকতেন তিনি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, শোয়ার ঘরের জানলা দিয়ে লাফ মেরে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। এই ঘটনা ঘিরে এ দিন চাঞ্চল্য ছড়ায় ওই আবাসনে।

পুলিশ জানিয়েছে, গরিমার শোয়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ঘর থেকে মিলেছে হাতের তাবিজ। সেটি গরিমা খুলে রেখেছিলেন বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক তদন্তের পরে এবং তরুণীর পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, কিছু দিন ধরে বাড়ি থেকে গরিমার বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু কোনও না কোনও কারণে তা সফল হচ্ছিল না। তরুণী কোনও চাকরিও পাচ্ছিলেন না। সব মিলিয়ে গরিমা মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

রবিবার রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া করে রাত ১১টা নাগাদ নিজের শোয়ার ঘরে চলে যান ওই তরুণী। সোমবার সকালে তাঁকে আবাসনের নীচে পড়ে থাকতে দেখেন কর্তব্যরত নিরাপত্তারক্ষী। তিনিই অন্য আবাসিকদের খবর দেন। গরিমাকে উদ্ধার করে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তরুণীর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন