Kolkata News

অ্যাসিড ছুড়েও প্রাক্তন স্ত্রীকে হুমকি, গ্রেফতার সেই আলম খান

জানে আলম খান এক সময়ে তিলজলা এলাকার কুখ্যাত দুষ্কৃতী চুন্নু মিয়াঁর শাগরেদ ছিল। আলমের নামে কড়েয়া, তিলজলা, তপসিয়া, বেনিয়াপুকুর-সহ একাধিক থানায় অভিযোগ রয়েছে। একবার জেলও খেটেছে আলম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৫
Share:

— গ্রাফিক।

অ্যাসিড ছুড়ে শরীর ঝলসে দেওয়ার পরেও, প্রাক্তন স্ত্রীকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছিল জানে আলম খান। ভয়ে, আতঙ্কে বাধ্য হয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন অ্যাসিড আক্রান্ত। এত দিন ভয়ে ভয়েই দিন কাটছিল।অবশেষে আলমকে কড়েয়া থেকে গ্রেফতার করল আনন্দপুর থানার পুলিশ।

Advertisement

গত মাসের শেষের দিকের ঘটনা। আনন্দপুরের নিজের বাড়ি থেকে বেরোতেই বছর ছত্রিশের ওই মহিলার গায়ে অ্যাসিড ছুড়ে দিয়েছিলতাঁরই প্রাক্তন স্বামী জানে আলম খান।পুলিশে অভিযোগ জানানো হলেও, ফোনে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছিল। অবশেষে বিশেষ সূত্র মারফত, কড়েয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

জানে আলম খান এক সময়ে তিলজলা এলাকার কুখ্যাত দুষ্কৃতী চুন্নু মিয়াঁর শাগরেদ ছিল। আলমের নামে কড়েয়া, তিলজলা, তপসিয়া, বেনিয়াপুকুর-সহ একাধিক থানায় অভিযোগ রয়েছে। একবার জেলও খেটেছে আলম।

Advertisement

আরও পড়ুন, ‘ভাগ্যিস পাতালে ঢুকিনি, কী যে হত তা হলে!’

এতদিন ভয়ে আতঙ্কে প্রাক্তন স্ত্রী কার্যত ‘গৃহবন্দি’ হয়ে দিন কাটাচ্ছিলেন। গ্রেফতারের বিষয়টি জানতে পেরে কিছুটা নিশ্চিন্ত তার পরিবার। বছর ১৪ আগে ভালবেসে বিয়ে হয়েছিল দু’জনের।

নির্যাতিতার মায়ের অভিযোগ, বিয়ের কিছুদিন পর নিয়মিত অত্যাচার করত আলম। একবার তাঁকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলারও চেষ্টা হয়। মেয়েকে বাঁচাতেই অন্য একজনের সঙ্গে ফের বিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন, ডলার পাচার রুখতে কাচের দরজায় প্রহরা

জানে আলমের পরিবার সূত্রে খবর, সম্প্রতি অপরাধমূলক কাজকর্ম ছেড়ে মূলস্রোতে ফিরে এসেছিল আলম। কিন্তু কী কারণে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলল, তা বুঝতে পারছে না আলমের আত্মীয়রা।

পুলিশ সূত্রে খবর, হয়তো আক্রোশের কারণেই এই ঘটনা ঘটিয়েছে আলম। হেফাজতে নিয়ে জেরার পর এ বিষয়ে আরও তথ্য মিলবে।

(কলকাতার ঘটনা এবং দুর্ঘটনা, কলকাতার ক্রাইম, কলকাতার প্রেম - শহরের সব ধরনের সেরা খবর পেতে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন