ডাকঘরে এটিএম

এ বার ডাকঘর থেকেও মিলবে এটিএম পরিষেবা। শুক্রবার পার্ক স্ট্রিট এবং টালিগঞ্জ ডাকঘরে চালু হল রাজ্যের প্রথম এটিএম। কোর ব্যাঙ্কিং সলিউশনে (সিবিএস) যে সব ডাকঘর অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলির সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই দুই এটিএম পরিষেবা পাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৫ ০০:৩৮
Share:

এ বার ডাকঘর থেকেও মিলবে এটিএম পরিষেবা। শুক্রবার পার্ক স্ট্রিট এবং টালিগঞ্জ ডাকঘরে চালু হল রাজ্যের প্রথম এটিএম। কোর ব্যাঙ্কিং সলিউশনে (সিবিএস) যে সব ডাকঘর অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলির সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকেরা ২৪ ঘণ্টা এই দুই এটিএম পরিষেবা পাবেন। চিফ পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ এটিএম দু’টির উদ্বোধন করে বলেন, ‘‘গ্রাহক পরিষেবার জন্য ২০১৬-তে আরও ৬২টি এটিএম চালু করার পরিকল্পনা আছে।’’ বেঙ্গল সার্কলে (পশ্চিমবঙ্গ-সিকিম-আন্দামান) এখন পর্যন্ত ৪৬টি প্রধান ডাকঘরে সিবিএস চালু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement