— প্রতিনিধিত্বমূলক চিত্র।
বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কার্ড ব্যবহার করে চলত অনলাইনে প্রতারণা! এ বার সেই সব কার্ড-সমেত চার তরুণকে ধরল গার্ডেন রিচ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শাহিনুর রহমান ফকির, রাহুল শেখ, আসফাক শেখ এবং আশিক মিস্ত্রি। চার জনেরই বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে। ধৃতেরা সকলেই রবীন্দ্রনগর থানার অন্তর্গত সন্তোষপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, সম্প্রতি গার্ডেন রিচ থানার এক ট্র্যাফিক সার্জেন্টের অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ অভিযুক্তেরা একটি গাড়িতে চেপে যাচ্ছিলেন। সে সময় তারাতলা রোডের উপর ক্লিন সিটির কাছে তাঁদের গাড়ি থামায় পুলিশ। গাড়ির ভিতর একটি ধূসর রঙের ব্যাগ থেকে আলাদা আলাদা ব্যাঙ্কের বেশ কয়েকটি এটিএম কার্ড বাজেয়াপ্ত করে তারা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই কার্ডগুলি অনলাইন প্রতারণার কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল। বিভিন্ন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তাঁদের কাছ থেকে আদায় করা টাকা তোলা হত ওই এটিএম কার্ডের সাহায্যেই।
ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, ওই কার্ডগুলি তিন যুবককে বিক্রি করার জন্য যাচ্ছিলেন তাঁরা। তদন্তে নেমে শহিদ কাদরি, আলিমুদ্দিন শেখ এবং ফিরোজ শেখ নামে সেই তিন জনের খোঁজ পায় পুলিশ। মঙ্গলবার বিকেলে হাওড়ার শিবপুর থেকে তাঁদেরকেও গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত এই তিন যুবক ওড়িশার ভদ্রকের বাসিন্দা। তাঁরা হাওড়ায় থাকতেন। সেখানে তাঁদের ডেরায় তল্লাশি চালিয়ে আরও বেশ কয়েকটি এটিএম কার্ড, মোবাইল এবং আধার কার্ড বাজয়াপ্ত করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬, ৩৩৮, ৬১(২)-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। ওই চক্রে আরও কেউ জড়িত কি না, জানতে তদন্ত চলছে।