কোমায় বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়

গুরুতর অসুস্থ হয়ে কোমায় পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন তিনি। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানাচ্ছেন চিকিত্সকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ১৮:৫২
Share:

গুরুতর অসুস্থ হয়ে কোমায় পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন তিনি। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানাচ্ছেন চিকিত্সকরা।

Advertisement

গত জুলাই মাসে ছবির শুটিংয়ে মেঘালয়ে গিয়েছিলেন বাপ্পাদিত্য। সেখানেই নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। হৃদযন্ত্রে জটিলতার কারণে আগেই তাঁর পেস মেকার বসানো হয়েছিল। নিউমোনিয়ায় অবস্থা খারাপ হওয়ায় দেড় মাস আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকরা জানাচ্ছেন, শরীরের একাধিক অঙ্গ বিকল হতে শুরু হওয়ায় তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। ডায়লিসিসের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও গত কাল থেকে কোমায় চলে যান আটচল্লিশ বছরের বাপ্পাবদিত্য। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement