‘ভুল’ চিকিৎসা, এ বার অভিযুক্ত বেলভিউ

গাফিলতির জেরে রোগীমৃত্যুর অভিযোগ এ বার বেলভিউ হাসপাতালের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ওই হাসপাতালের এক চিকিৎসক এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগও দায়ের করেছেন মৃত রোগীর পরিজনেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০১:৩৭
Share:

গাফিলতির জেরে রোগীমৃত্যুর অভিযোগ এ বার বেলভিউ হাসপাতালের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ওই হাসপাতালের এক চিকিৎসক এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগও দায়ের করেছেন মৃত রোগীর পরিজনেরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত রোগীর নাম সুবলচন্দ্র বোধক (৬৯)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মৌখালিতে। তিনি প্যানক্রিয়াসে টিউমার নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই ঘটনায় রাত পর্যন্ত কোনও গ্রেফতারের খবর নেই।

পুলিশ সূত্রের খবর, গত ১৩ মার্চ সুবলবাবু ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর তিনটি অস্ত্রোপচার হয়। কিন্তু তার পরেও সুবলবাবুর শারীরিক অবস্থার উন্নতি তো হয়ইনি, বরং ক্রমশ অবনতি হতে থাকে। এ দিন সকালে মারা যান তিনি।

Advertisement

তার পরেই পরিবারের সদস্যেরা এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

লালবাজারের এক কর্তা জানিয়েছেন, সুবলবাবুর পরিবারের অভিযোগের ভিত্তিতে গাফিলতির জেরে মৃত্যু ঘটানোর মামলা দায়ের হয়েছে। অভিযোগটি মেডিক্যাল কাউন্সিলের কাছেও পাঠানো হবে।

পুলিশের একটি সূত্রের খবর, হাসপাতালের বিল নিয়েও সুবলবাবুর পরিবারের অভিযোগ আছে।

প্রাথমিক ভাবে কর্তৃপক্ষের তরফে ৪ লক্ষ টাকা খরচ হবে বলা হলেও পরে সেই বিল ৯ লক্ষ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

যদিও তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, ৪ লক্ষ টাকা খরচ বলা হলেও চিকিৎসার প্রয়োজনে যে সেই বিল বাড়তে পারে, তা রোগীর পরিবারকে জানানো হয়েছিল।

সুবলবাবুর পরিবারের অভিযোগের বিষয়ে বেলভিউ হাসপাতালের বক্তব্য, সুবলবাবুর প্যানক্রিয়াসে ক্যানসার ধরা পড়েছিল। যথাযথ উপায়ে অস্ত্রোপচারও হয়। কিন্তু অস্ত্রোপচারের পরবর্তী কালে তাঁর শরীরে জটিল সংক্রমণ দেখা দিয়েছিল। সংক্রমণ বৃদ্ধির কারণে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। সব রকম চেষ্টা সত্ত্বেও এ দিন সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান সুবলবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন