বিধাননগর পুরসভার জরিমানা দু’কোটি

এ দিন জলাভূমি সংক্রান্ত মামলার শুনানিতে মোল্লার ভেড়ি নিয়ে কী করা হবে, তা নিয়ে ১৫ দিনের মধ্যে ‘অ্যাকশন প্ল্যান’ জমা দিতে বলেছে আদালত। সময়সীমার মধ্যে এই নির্দেশও না মানা হলে ওই ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ০২:৫৫
Share:

জাতীয় পরিবেশ আদালতের অন্তর্বর্তী জরিমানার মুখে পড়ল বিধাননগর পুরসভা। —ফাইল চিত্র

আবার জাতীয় পরিবেশ আদালতের অন্তর্বর্তী জরিমানার মুখে পড়ল বিধাননগর পুরসভা। মোল্লার ভেড়ি নিয়ে আদালতের নির্দেশ অমান্য করায় সোমবার পুরসভার দু’কোটি টাকার অন্তর্বর্তী জরিমানা করে আদালত। সেই সঙ্গে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছে ৫০ লক্ষ টাকার ‘পারফরম্যান্স গ্যারান্টি’ জমা রাখার নির্দেশও দিয়েছে। এর আগে অক্টোবরেই নির্দেশ অমান্য করার জন্য বিধাননগর পুরসভার পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছিল আদালত।

Advertisement

এ দিন জলাভূমি সংক্রান্ত মামলার শুনানিতে মোল্লার ভেড়ি নিয়ে কী করা হবে, তা নিয়ে ১৫ দিনের মধ্যে ‘অ্যাকশন প্ল্যান’ জমা দিতে বলেছে আদালত। সময়সীমার মধ্যে এই নির্দেশও না মানা হলে ওই ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হবে।

এর আগে ২৭ মে মোল্লার ভেড়ি ঘিরে দিতে পুরসভাকে নির্দেশ দিয়েছিল আদালত। ১৫ জুনের মধ্যে সেই কাজ শেষ করার কথা বলা হয়েছিল। কারণ, মোল্লার ভেড়ির বর্জ্য পূর্ব কলকাতা জলাভূমিতে মিশে তার একাংশ ভরিয়ে দিচ্ছে বলে উপগ্রহ চিত্রে দেখা যায়। কিন্তু এ দিন পুরসভার হলফনামা দেখে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে আদালত। ওই হলফনামায় মোল্লার ভেড়ি ঘিরে দেওয়া নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা নেই বলেও মন্তব্য করে আদালত।

Advertisement

মামলার আবেদনকারী সুভাষ দত্ত বলেন, ‘‘পূর্ব কলকাতা জলাভূমি ভরাট নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছে। তবে আজ বিশেষ করে বিধাননগর পুরসভা সম্পর্কেই মন্তব্য করেছে। মোল্লার ভেড়ি ঘেরার কাজ তারা কিছুই করেনি বলে অসন্তোষ প্রকাশ করেছে।’’ এ প্রসঙ্গে বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘এখনও নির্দেশের বিষয়ে জানতে পারিনি। জানতে পারলে মন্তব্য করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন