বিধাননগরে পুর-দায়িত্ব হস্তান্তর

বিধাননগরের ওয়ার্ডগুলিতে পুর-পরিষেবা দিতে ২-৩টি ওয়ার্ড পিছু দু’তিন জন অফিসারের দল গড়া হচ্ছে। বাসিন্দারা যাতে যোগাযোগ করতে পারেন, সে জন্য প্রতিটি ওয়ার্ড অফিসে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নম্বরও দেওয়া থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৫ ০২:২২
Share:

বিধাননগরের ওয়ার্ডগুলিতে পুর-পরিষেবা দিতে ২-৩টি ওয়ার্ড পিছু দু’তিন জন অফিসারের দল গড়া হচ্ছে। বাসিন্দারা যাতে যোগাযোগ করতে পারেন, সে জন্য প্রতিটি ওয়ার্ড অফিসে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের নম্বরও দেওয়া থাকবে। মঙ্গলবার বিধাননগরের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে এ কথা জানালেন মহকুমাশাসক পবন কাডিয়ান। তিনি আরও বলেন, ‘‘পরিষেবা থেকে যাতে বাসিন্দারা বঞ্চিত না হন, সে দিকে খেয়াল রাখা হবে।’’ চালু প্রকল্পগুলি শেষ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ দিন বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পরে বিদায়ী চেয়ারপার্সন তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তীও বলেন, ‘‘পরিষেবার প্রশ্নে সমস্যা হবে না। বিদায়ী কাউন্সিলরেরাও সহযোগিতা করবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement