প্রভিশনাল ট্রেড লাইসেন্স দেবে বিধাননগর

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০১:৪৭
Share:

বিধাননগর পুরসভা।—ফাইল চিত্র।

বিধাননগর পুর এলাকায় ব্যবসা করার জন্য আবেদন করলে এ বার থেকে প্রভিশনাল ট্রেড লাইসেন্স দেবে পুরসভা। মঙ্গলবার এই কথা জানান বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

Advertisement

বিধাননগর পুর এলাকা থেকে বেশ কিছু দিন ধরেই অভিযোগ উঠছিল, ট্রেড লাইসেন্সের আবেদন করলেও তা দেওয়া হচ্ছে না। তাই লাইসেন্স ছাড়াই অনেকে ব্যবসা করছেন বলে অভিযোগ আসছিল। তবে আবেদন করেও লাইসেন্স না দেওয়ার অভিযোগ খারিজ করেছেন বিধাননগর পুর কর্তৃপক্ষ। তাঁদের কথায়, পুরসভাকে পুর আইন অনুযায়ী কাজ করতে হয়। নিয়ম ভেঙে কাউকে ট্রেড লাইসেন্স দিতে পারে না পুরসভা। এ দিন মেয়র জানান, আবেদন করলে প্রভিশনাল ট্রেড লাইসেন্স দেওয়া হবে। এত দিন লাইসেন্স পেতে বিলম্ব হয়ে থাকতে পারে। কিন্তু কোথাও তা দেওয়া বন্ধ হয়নি।

পুরসভা সূত্রের খবর, ব্যবসার ধরন অনুযায়ী প্রভিশনাল ট্রেড লাইসেন্স দেওয়া হবে। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই ব্যবসায়ীকে প্রয়োজনীয় নথিপত্র জমা করতে হবে। এক পুরকর্তা জানান, রাজারহাট-গোপালপুর এলাকায় অসংখ্য মানুষ দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। তাঁদের রুজি-রোজগারে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার বিষয়টি সরলীকরণ করার আলোচনাও চলছে পুরসভার অন্দরে।

Advertisement

বিধাননগর পুর এলাকায় রাজারহাট-গোপালপুরের সংযুক্তিকরণের পরে ট্রেড লাইসেন্স বাবদ যে পরিমাণ টাকা আয় হওয়ার কথা ছিল, তা হচ্ছিল না বলেই অভিযোগ পুরকর্তাদের। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, ‘‘নথিপত্র ছাড়াই অনেকে ব্যবসা করছেন, তাঁদের বিরুদ্ধে পুরসভার পদক্ষেপ করা প্রয়োজন।’’ রাজারহাট-গোপালপুর এলাকা সম্পর্কে মূলত এই অভিযোগ উঠেছিল। প্রভিশনাল ট্রেড লাইসেন্স ফের দেওয়ায়, সমস্যা কমবে বলে মত বাসিন্দাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন