Bidhannagar

বিধাননগরে রাস্তার অস্থায়ী সংস্কার

দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাগুলি সংস্কারের দাবি থাকলেও কেন স্রেফ জোড়াতাপ্পি দিয়ে মেরামতি হবে, সেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

  নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২০ ০২:৫৫
Share:

বিধাননগর পুর এলাকার খারাপ রাস্তাগুলি অস্থায়ী ভাবে মেরামত করা হবে

পুজোর আগেই বিধাননগর পুর এলাকার খারাপ রাস্তাগুলি অস্থায়ী ভাবে মেরামত করা হবে। সম্প্রতি বিধাননগর পুরসভার মেয়র পারিষদদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে বেহাল রাস্তাগুলি সংস্কারের দাবি থাকলেও কেন স্রেফ জোড়াতাপ্পি দিয়ে মেরামতি হবে, সেই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

আর কিছু দিন পরেই বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই তার আগে বেহাল রাস্তাগুলির স্থায়ী মেরামতি করার পক্ষে সওয়াল করছেন স্থানীয়েরা। যদিও পুরসভা সূত্রের খবর, রাজ্য সরকার রাস্তা মেরামতির বিষয়ে সহযোগিতার হাত বাড়ালেও আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখে আপাতত খারাপ রাস্তাগুলি চলাচলের উপযুক্ত করার কাজটুকুই করা হবে। তবে পুজোর পরে স্থায়ী ভাবে রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়া হবে।

বিধাননগরের বাসিন্দাদের অভিযোগ, খানাখন্দে ভরা বহু রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও ছোট-বড় গর্ত, কোথাও পিচের আস্তরণ উঠে গিয়েছে। সল্টলেক থেকে শুরু করে সংযুক্ত এলাকা, বাগুইআটি, কেষ্টপুর, জ্যাংড়া-সহ রাজারহাট-গোপালপুরের একাধিক রাস্তার অবস্থা এমনই। আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন বেহাল রাস্তার সংস্কারের দিকে নজর দেওয়া হয়নি। উপরন্তু বর্ষায় জল জমে অবস্থা আরও মারাত্মক হয়েছে। এই অবস্থায় ওই সব রাস্তা জোড়াতাপ্পি দিয়ে সারালে তা আখেরে কত দিন স্থায়ী হবে, সেই প্রশ্ন উঠছে।

Advertisement

তবে পুরসভা সূত্রের খবর, বর্তমান পুর বোর্ড বেহাল রাস্তার তালিকা তৈরি করে প্রাথমিক ভাবে কিছু জায়গায় কাজ করেছে। কিন্তু এর মধ্যে করোনা পরিস্থিতি এবং বর্ষার কারণে সেই কাজ ব্যাহত হয়েছিল। পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় জানান, বেহাল রাস্তার বিষয়ে পুরসভা ওয়াকিবহাল। প্রথম পর্যায়ে কিছু রাস্তার কাজ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে খসড়া প্রস্তাব অনুযায়ী তালিকাও করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে আর্থিক সীমাবদ্ধতার বিষয়টি মাথায় রেখে আপাতত পুজোর মধ্যে খারাপ রাস্তাগুলিকেই চলাচলের উপযুক্ত করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন