বিধাননগরে পুরনিগমের শপথ আজ

আজ, শুক্রবার শপথ নিতে চলেছে বিধাননগর পুর-নিগমের প্রথম বোর্ড। বেলা ১১টা থেকে বিধাননগর পুর-ভবনে ওই অনুষ্ঠানে প্রথমে একযোগে সব কাউন্সিলরেরা এবং তার পরে একে একে একে একে মেয়র সব্যসাচী দত্ত, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় এবং চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী শপথ নেবেন। প্রোটেম স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে ৩২ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কাউন্সিলর সুধীর সাহাকে। তবে এই অনুষ্ঠানে মেয়র পারিষদদের নাম ঘোষণা করা হচ্ছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৫ ০০:৩৭
Share:

আজ, শুক্রবার শপথ নিতে চলেছে বিধাননগর পুর-নিগমের প্রথম বোর্ড। বেলা ১১টা থেকে বিধাননগর পুর-ভবনে ওই অনুষ্ঠানে প্রথমে একযোগে সব কাউন্সিলরেরা এবং তার পরে একে একে একে একে মেয়র সব্যসাচী দত্ত, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় এবং চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী শপথ নেবেন। প্রোটেম স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে ৩২ নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল কাউন্সিলর সুধীর সাহাকে। তবে এই অনুষ্ঠানে মেয়র পারিষদদের নাম ঘোষণা করা হচ্ছে না।

Advertisement

বিধাননগর পুর-নিগমের মেয়র পারিষদদের নাম পুজোর আগে ঘোষণা হবে না বলেই তৃণমূল সূত্রে জানা গিয়েছে। মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘শপথ গ্রহণ অনুষ্ঠান পর্যন্তই নির্বাচন কমিশনের এক্তিয়ার রয়েছে। শপথের পরে রাজ্য পুর দফতর নিয়ম অনুযায়ী মেয়র পরিষদের আয়তন জানাবে। তখন বোঝা যাবে, মেয়র পারিষদদের সংখ্যা কত হবে।’’

তবে ইতিমধ্যেই মেয়র পারিষদদের নাম নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে দলের অভ্যন্তরে। দলীয় সূত্রের খবর, মেয়র পারিষদের মনোনয়নের ক্ষেত্রে সল্টলেক থেকে রাজারহাট এলাকায় মন্ত্রী-সাংসদ-বিধায়কদের বিভিন্ন প্রস্তাব রয়েছে। সেগুলি খতিয়ে দেখে শীর্ষ নেতৃত্ব এখনও নাম স্থির করতে পারেননি। তবে প্রাথমিক ভাবে পুরনো কাউন্সিলর, অভিজ্ঞতা, প্রশাসনিক কাজে এবং এলাকায় স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে এবং সল্টলেক ও রাজারহাট দুই এলাকাতেই কাজ করতে পারবেন— এমন কাউন্সিলরদেরই মেয়র পরিষদে স্থান দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।

Advertisement

এ দিকে, শপথের দিনটিকে কালা দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করলেও বিক্ষোভ কর্মসূচি এক দিন পিছিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। পুলিশের অনুমতি পাওয়া যায়নি বলেই এই সিদ্ধান্ত বলে জানান বিজেপি নেতারা।

অন্য দিকে, আজ কংগ্রেসের দুই কাউন্সিলর শপথ নেবেন বলে দলের উত্তর ২৪ পরগনার সভাপতি তাপস মজুমদার জানান। তবে জয়ী দুই বাম কাউন্সিলর আজ শপথ নেবেন না বলে দলের তরফে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement