Girish Park

বয়স্ক দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য গিরিশ পার্কে

পুলিশ সূত্রে খবর, গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের একটি বহুতলের তিন তলায় থাকতেন ওই দম্পতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৪:০০
Share:

প্রতীকী ছবি।

বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গিরিশ পার্ক এলাকায়। মঙ্গলবার সকালে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, দরজা ভিতর থেকে বন্ধ। প্রতিবেশীদের উপস্থিতিতে দরজা ভেঙে দম্পতির মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তাঁদের নাম বিশ্বজিৎ মিত্র (৭১) এবং শিপ্রা মিত্র (৬৮)।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের একটি বহুতলের তিন তলায় থাকতেন ওই দম্পতি। তাঁদের কোনও সন্তান ছিল না। দেহ উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। জানা গিয়েছে, আর্থিক অনটনে ভুগছিলেন ওই দম্পতি। ঘর থেকে তাঁরা খুব একটা বাইরে বেরতেন না বলে স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুন: দেড় লক্ষ কেজি কোভিড-বর্জ্য গেল কোথায়, উত্তর নেই

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement