বন্ধ বঙ্কিম সেতু

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ফের বন্ধ রাখা হচ্ছে হাওড়ার বঙ্কিম সেতু। কলকাতা মেট্রো রেল কপোর্রেশন লিমিটেড বা কেএমআরসিএল সূত্রে জানা গিয়েছে, সেতুর নীচে টানেল বোরিং মেশিন (টিবিএম) দিয়ে সুড়ঙ্গ কাটার কাজ হবে।

Advertisement
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ২৩:৪৫
Share:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ফের বন্ধ রাখা হচ্ছে হাওড়ার বঙ্কিম সেতু। কলকাতা মেট্রো রেল কপোর্রেশন লিমিটেড বা কেএমআরসিএল সূত্রে জানা গিয়েছে, সেতুর নীচে টানেল বোরিং মেশিন (টিবিএম) দিয়ে সুড়ঙ্গ কাটার কাজ হবে। তাই নিরাপত্তার কারণে মঙ্গলবার রাত ১০টা থেকে আজ, বুধবার সকাল ৮টা পর্যন্ত সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন পর্যন্ত আপ ও ডাউন লাইনের জন্য দু’টি সুড়ঙ্গের মধ্যে প্রথম সুড়ঙ্গটি কাটার সময়ে এর আগে দু’দিন বন্ধ রাখা হয়েছিল বঙ্কিম সেতু। ওই সময় শহরের কেন্দ্রস্থল তীব্র যানজটে রুদ্ধ হয়ে যায়। তাই ইস্ট ওয়েস্ট মেট্রো কতৃর্পক্ষ এ বার রাতের মধ্যে দ্বিতীয় সুড়ঙ্গটি কাটার সিদ্ধান্ত নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement