টুকরো খবর

পাইলটের হায়দরাবাদের বাসিন্দা। চালান স্পাইসজেটের বিমান। এ-হেন এক বিমানচালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাজারহাটের একটি আবাসনে। শনিবার রাতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পোদা কার্তিক নামে ওই পাইলটের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে বিমানবন্দর থানা। পুলিশ জানায়, রাজারহাটের ডিরোজিও কলেজের কাছে একটি আবাসনের ছ’তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন কার্তিক। রাতে ফ্ল্যাটের বাইরের সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে যান তিনি। তদন্তকারীরা জানান, ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মাথার ভিতরে আঘাতের জেরে মৃত্যু হয়েছে ওই বিমানচালকের।

Advertisement
শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:০১
Share:

আবাসনে অপমৃত্যু

Advertisement

পাইলটের হায়দরাবাদের বাসিন্দা। চালান স্পাইসজেটের বিমান। এ-হেন এক বিমানচালকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে রাজারহাটের একটি আবাসনে। শনিবার রাতে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পোদা কার্তিক নামে ওই পাইলটের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে বিমানবন্দর থানা। পুলিশ জানায়, রাজারহাটের ডিরোজিও কলেজের কাছে একটি আবাসনের ছ’তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন কার্তিক। রাতে ফ্ল্যাটের বাইরের সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে যান তিনি। তদন্তকারীরা জানান, ময়না-তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মাথার ভিতরে আঘাতের জেরে মৃত্যু হয়েছে ওই বিমানচালকের।

Advertisement

হাওয়ার মায়া...

তপ্ত দিনে পথ-শয্যা। সোমবার, বৌবাজারে। ছবি: সুমন বল্লভ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement