ফুটেজ যাচাইয়ে
লেকটাউনে শিশু নিগ্রহে অভিযুক্ত শিক্ষিকা পূজা সিংহ যে বাড়িতে পড়াতেন, সেই বাড়ির সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্ক চেয়ে নোটিস পাঠাল পুলিশ। বিধাননগর কমিশনারেটের এডিসিপি দেবাশিস ধর বলেন, “হার্ড ডিস্কের ফরেন্সিক পরীক্ষা করা দরকার। ওই সিসিটিভি ফুটেজ ওই হার্ড ডিস্ক থেকেই নেওয়া হয়েছিল কি না, তা-ও দেখা দরকার।”
হোটেলে আগুন
সিলিন্ডার ফেটে আগুন লেগে পুড়ে গেল বালি স্টেশন সংলগ্ন একটি হোটেল। দমকল জানায়, বুধবার ওই ঘটনায় আশপাশের দোকানে আতঙ্ক ছড়ায়। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
...অমৃতস্য পুত্রাঃ
১৯৪৫ সালের ৬ অগস্ট জাপানের হিরোশিমা শহরে বিভীষিকা হয়ে নেমে
এসেছিল মার্কিন পরমাণু বোমা ‘লিটল বয়’। বুধবার সেই ঘটনার স্মরণে
শান্তির বার্তা নিয়ে পথে নামল স্কুলপড়ুয়ারা। —নিজস্ব চিত্র