টুকরো খবর

লেকটাউনে শিশু নিগ্রহে অভিযুক্ত গৃহশিক্ষিকা পূজা সিংহের জামিন খারিজ হল। মঙ্গলবার বারাসত জেলা আদালতে বিচারক ওই নির্দেশ দেন। এখন পূজা সেন্ট্রাল জেলে। ২৮ অগস্ট তাঁকে বিধাননগর এসিজেএম আদালতে তোলা হবে। ২২ জুলাইয়ের ওই ঘটনার সিসিটিভি-র সিডি এ দিন আদালতে পেশ করেন শিশুটির বাবা।

Advertisement
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০২:৪১
Share:

জামিন খারিজ

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লেকটাউনে শিশু নিগ্রহে অভিযুক্ত গৃহশিক্ষিকা পূজা সিংহের জামিন খারিজ হল। মঙ্গলবার বারাসত জেলা আদালতে বিচারক ওই নির্দেশ দেন। এখন পূজা সেন্ট্রাল জেলে। ২৮ অগস্ট তাঁকে বিধাননগর এসিজেএম আদালতে তোলা হবে। ২২ জুলাইয়ের ওই ঘটনার সিসিটিভি-র সিডি এ দিন আদালতে পেশ করেন শিশুটির বাবা। তবে ফুটেজের হার্ড ডিস্ক এখনও তিনি পুলিশকে দেননি। এ দিন বিধাননগর আদালতে ওই শিশু, তাঁর দিদি ও বাবার গোপন জবানবন্দি নেওয়া হয়।

Advertisement

উপনির্বাচনের আবহে শহরে বিজেপি-তে কংগ্রেস কর্মীরা

নিজস্ব সংবাদদাতা

চৌরঙ্গির উপনির্বাচনের আগে খাস কলকাতায় এক দল কংগ্রেস কর্মী-সমর্থক যোগ দিলেন বিজেপি-তে। তাঁদের সঙ্গে পেয়ে বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ দাবি করলেন, অদূর ভবিষ্যতে ফের কংগ্রেস-তৃণমূলের জোট হতে পারে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস কর্মীরা তাই আগেই বিজেপি-তে চলে আসছেন। মঙ্গলবার হাজরার সুজাতা সদনে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস থেকে অসীম বসু, প্রবীর রায়, দেবমাল্য মিত্র, সৌমেন দত্তরায় প্রমুখের নেতৃত্বে অনেকে বিজেপি-তে যোগ দিয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অবশ্য বলেছেন, “লোকসভা ভোটে কংগ্রেস ৪৪টি আসন পাওয়ার পর এখানে আর উজ্জ্বল ভবিষ্যৎ নেই ভেবে সারা দেশেই অনেকে দল ছেড়ে যাচ্ছেন। যে সব রাজ্যে কংগ্রেস ক্ষমতায় নেই, সেখানে এটা আরও বেশি হচ্ছে। আর কিছু সুবিধাবাদী তো দলে ছিলই!” এই পরিস্থিতিতে অধীরের নির্দেশ সব বিধায়ককেই চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণের উপনির্বাচনের কাজ করতে হবে। পরে এ দিন বিকেলেই সুবর্ণবণিক সমাজ হলে চৌরঙ্গির কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠককে নিয়ে কর্মিসভা করেছেন প্রদেশ সভাপতি। উপনির্বাচনের দুই বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি ও শমীক ভট্টাচার্য মনোনয়ন জমা দিয়েছেন। চৌরঙ্গির বামফ্রন্ট প্রার্থী ফৈয়াজ আহমেদ খানও এ দিন মনোনয়ন পেশ করেছেন। গত বার ওই আসনে লড়েছিল আরজেডি। কিন্তু এ বার কংগ্রেস প্রার্থী সন্তোষ আরজেডি-র রাজ্য সভাপতির সঙ্গে দেখা করে সমর্থন চেয়েছেন। তাঁরা সন্তোষকে সমর্থন এবং তাঁর জন্য প্রচার করবেন বলে জানান সভাপতি।

জাল পাসপোর্ট

জাল পাসপোর্ট-সহ এক যাত্রীকে গ্রেফতার করা হল। সোমবার রাতে, কলকাতা বিমানবন্দর থেকে। অভিবাসন দফতর সূত্রে খবর, ধৃত মহম্মদ আসলাম হুসেন আদতে বাংলাদেশের বাসিন্দা। সোমবার রাতে এয়ার এশিয়ার বিমানে তাঁর কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের পাসপোর্টে বাড়ির ঠিকানা ভুল লেখা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত পেরিয়ে ওই যুবক ভারতে ঢুকেছিলেন।

শ্রদ্ধা...মাদার টেরিজার ১০৩তম জন্মদিন
উপলক্ষে মাদার হাউসে। মঙ্গলবার সুমন বল্লভের তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement